Ajker Patrika

নারায়ণগঞ্জে ওয়েল্ডিংয়ের গ্যাস পাইপ বিস্ফোরণে দগ্ধ ১৪

ঢামেক প্রতিবেদক
নারায়ণগঞ্জে ওয়েল্ডিংয়ের গ্যাস পাইপ বিস্ফোরণে দগ্ধ ১৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গার্মেন্টসে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় গ্যাসের পাইপ বিস্ফোরণে ১৪ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে ফতুল্লা কাশিপুর হাটখোলা ক্রোনি অ্যাপারেলস এই দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন—পলাশ কান্তি মণ্ডল (৪০), জিতু (৪০), মুকুল (৪০), শান্ত (২৫), আমির মিয়া (৪৫), মিঠুন বিশ্বাস (২৫), কামরুল ইসলাম (৪০), রুবেল মিয়া (২০), মনির (২৫), রিপন (৩২), শফিক (২৬), মেহেদী (২৫), জাকির (২৪), মাহবুব কাজি (৩০)। 

কামরুল হাসান নামে দগ্ধ একজন ওয়েল্ডিং মিস্ত্রি জানান, তারা কয়েকজন কারখানার ভেতর গেটের পাশে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। তখন ওই সিলিন্ডারের পাইপটি ফেটে যায়। এ সময় আগুন ধরে মুহূর্তেই আবার সেই আগুন নিভে যায়। তবে ওই মুহূর্তে সেখানে যাতায়াত করা কারখানার বিভিন্ন কর্মচারী দগ্ধ হন। 

এ বিষয়ে পোশাক তৈরি কারখানাটির অডিট অফিসার মো. সাব্বির হোসেন বলেন, ‘ঘটনার পরপরই দগ্ধদেরকে দ্রুত ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এরা সবাই কারখানাটির বিভিন্ন সেকশনে কাজ করেন।’ 

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নারায়ণগঞ্জের ফতুল্লার ঘটনায় ১৪ জন রোগী এসেছেন। সবারই মুখমণ্ডল, হাত, পাসহ শরীরের ৩ থেকে ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তবে কারও অবস্থাই এখন পর্যন্ত গুরুতর মনে হচ্ছে না। তাদেরকে ভালোভাবে দেখে পরবর্তীতে তাদের অবস্থা সম্পর্কে বলা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত