সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ফসলের ক্ষতি হয়েছে। বিশেষ করে উঠতি ফসল ভুট্টা, সূর্যমুখী, কলা গাছ নুয়ে ও ভেঙে পড়েছে। এ ছাড়া আমের গুটি গাছ থেকে ঝরে পড়েছে। অন্যদিকে শাক-সবজির ক্ষতি হয়েছে।
আজ রোববার ভোরে ২৫ মিনিটের ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে ফসলসহ উপজেলার ১৪টি ইউনিয়নের গাছ-পালা, বেশ কিছু ঘর-বাড়ি টিনের চাল উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বয়রাগাদী ইউনিয়নের উত্তর গোবরদী গ্রামের ভুট্টা, সূর্যমুখী, কলা গাছ নুয়ে এবং ভেঙে পড়েছে।
এদিন উপজেলা ঘুরে দেখা গেছে, অনেক জমিতে ভেঙে পড়েছে ভুট্টা, সূর্যমুখী, কলা, পেঁপেগাছ। নষ্ট হয়েছে বিভিন্ন জমির শাক-সবজি। এতে কৃষকেরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তবে উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন শাকসবজির তেমন একটা ক্ষতি হয়নি, এগুলো কয়েক দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।
বয়রাগাগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সূর্যমুখী চাষি গোলাম হাবিবুর রহমান সোহাগ বলেন, ‘৩৫ শতাংশ জমিতে সূর্যমুখী চাষ করেছি। জমিজুড়ে ফুলে ভরে গিয়েছিল। হঠাৎ ভোরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে আমার জমির সূর্যমুখীর অনেক গাছ ভেঙে নিচে পড়ে গেছে। এতে কী পরিমাণে ফসল পাব জানি না। মাত্র সূর্যমুখী গাছে ফুল ফুটেছে, সেগুলোর ফসল অপরিপক্ব রয়েছে।’
আরেকজন ভুট্টা চাষি আল মাহমুদ বলেন, ‘২০ শতাংশ জমিতে ভুট্টা চাষ করেছি। সকালের ঝোড়ো হাওয়ায় সব ভুট্টা গাছ নিচে পড়ে গেছে। অনেকগুলো ভেঙে গেছে। গাছগুলোতে মাত্র ফসল ধরেছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, ‘আজ ভোরে হঠাৎ বৃষ্টিসহ দমকা হাওয়ায় ফসলের কিছু ক্ষতি হয়েছে। তবে বেশি ক্ষতি হয়নি। ঝোড়ো হাওয়া পরবর্তী আমরা কৃষকদের পাশেই রয়েছি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ এবং সহযোগিতা করে যাচ্ছে, যাতে করে ফসল নষ্ট কম হয়।’
হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ফসলের ক্ষতি হয়েছে। বিশেষ করে উঠতি ফসল ভুট্টা, সূর্যমুখী, কলা গাছ নুয়ে ও ভেঙে পড়েছে। এ ছাড়া আমের গুটি গাছ থেকে ঝরে পড়েছে। অন্যদিকে শাক-সবজির ক্ষতি হয়েছে।
আজ রোববার ভোরে ২৫ মিনিটের ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে ফসলসহ উপজেলার ১৪টি ইউনিয়নের গাছ-পালা, বেশ কিছু ঘর-বাড়ি টিনের চাল উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বয়রাগাদী ইউনিয়নের উত্তর গোবরদী গ্রামের ভুট্টা, সূর্যমুখী, কলা গাছ নুয়ে এবং ভেঙে পড়েছে।
এদিন উপজেলা ঘুরে দেখা গেছে, অনেক জমিতে ভেঙে পড়েছে ভুট্টা, সূর্যমুখী, কলা, পেঁপেগাছ। নষ্ট হয়েছে বিভিন্ন জমির শাক-সবজি। এতে কৃষকেরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তবে উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন শাকসবজির তেমন একটা ক্ষতি হয়নি, এগুলো কয়েক দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।
বয়রাগাগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সূর্যমুখী চাষি গোলাম হাবিবুর রহমান সোহাগ বলেন, ‘৩৫ শতাংশ জমিতে সূর্যমুখী চাষ করেছি। জমিজুড়ে ফুলে ভরে গিয়েছিল। হঠাৎ ভোরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে আমার জমির সূর্যমুখীর অনেক গাছ ভেঙে নিচে পড়ে গেছে। এতে কী পরিমাণে ফসল পাব জানি না। মাত্র সূর্যমুখী গাছে ফুল ফুটেছে, সেগুলোর ফসল অপরিপক্ব রয়েছে।’
আরেকজন ভুট্টা চাষি আল মাহমুদ বলেন, ‘২০ শতাংশ জমিতে ভুট্টা চাষ করেছি। সকালের ঝোড়ো হাওয়ায় সব ভুট্টা গাছ নিচে পড়ে গেছে। অনেকগুলো ভেঙে গেছে। গাছগুলোতে মাত্র ফসল ধরেছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, ‘আজ ভোরে হঠাৎ বৃষ্টিসহ দমকা হাওয়ায় ফসলের কিছু ক্ষতি হয়েছে। তবে বেশি ক্ষতি হয়নি। ঝোড়ো হাওয়া পরবর্তী আমরা কৃষকদের পাশেই রয়েছি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ এবং সহযোগিতা করে যাচ্ছে, যাতে করে ফসল নষ্ট কম হয়।’
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৫ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৮ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৭ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৭ মিনিট আগে