সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ায় মেসার্স যমুনা ব্রিক্সস ফিল্ড নামের একটি ইটভাটা থেকে নির্গত গরম বাতাস ও কালো ধোঁয়ায় ৭৫ কৃষকের প্রায় ১০০ বিঘা খেতের ধান নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী কৃষকেরা সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ক্ষতিপূরণ ও ইটভাটা বন্ধের দাবিতে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। কৃষকদের অভিযোগের ভিত্তিতে আজ সোমবার দুপুরে ইউএনও মো. ইকবাল হোসেন তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিকে এক কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের হরগজ মৌজায় তিন ফসলি ভূমিতে দীর্ঘদিন ধরে মেসার্স যমুনা ব্রিকস ফিল্ড নামের ইটভাটাটি পরিচালিত হয়ে আসছে।
ভুক্তভোগী কৃষক মো. মোহর আলী বলেন, ‘আমার প্রজেক্টের সাত বিঘা ধানখেত পুড়ে গেছে। যেটুকু অবশিষ্ট আছে, ওই ধানে চিটা ধরেছে। আমার অনেক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আমরা ক্ষতিগ্রস্ত কৃষকেরা ইউএনওর কাছে আবেদন করেছি।’ কথা হয় হরগজ পূর্ব নগরের শামীম নামের এক কৃষকের সঙ্গে। তিনি বলেন, ‘২৭ শতাংশ জমিতে ধান চাষ করেছিলাম। চোখের সামনে ওই ইটভাটার কারণে ফসল নষ্ট হয়ে গেছে। আমি আমার ধান নষ্টের ক্ষতিপূরণ চাই।’
আরেক কৃষক হরগজ গোসাইনগরের জাহাঙ্গীর আলম বলেন, ‘১৫ শতাংশ জমিতে ধান চাষ করেছিলাম। এবার যে ক্ষতি হয়েছে, পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। ইটভাটার বাতাসের কারণে আমার এই সর্বনাশ হয়েছে। আমি এর ক্ষতিপূরণ চাই।’ তিনি অভিযোগ করেন, এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তাকে জানানো হলেও এখন পর্যন্ত এর কোনো সমাধান পাননি। তিন ফসলি জায়গায় ওই ইটভাটা কীভাবে চলছে এবং স্থানীয় প্রশাসন এ ব্যাপারে কেন কোনো উদ্যোগ নিচ্ছে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জাহাঙ্গীর আলম।
মো. হালিম নামের আরেক ভুক্তভোগী কৃষক বলেন, ‘আমার ধানখেত পুড়ে গেছে। লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে আমার। ক্ষতিপূরণ ও ওই ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও অফিসে গিয়েছিলাম। উনি বলেছেন, একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। এক দিনের মধ্যেই ব্যবস্থা নিবেন।’
অভিযোগের ব্যাপারে মেসার্স যমুনা ব্রিকসের মালিকপক্ষ আবুল কালামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি।
সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষকের ধানখেতের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি কাজ করছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা যাতে ক্ষতিপূরণ পান, সে ব্যাপারে কাজ চলমান রয়েছে।
এ ব্যাপারে সাটুরিয়ার ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, ভুক্তভোগী কৃষকদের লিখিত অভিযোগ পেয়ে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটিকে এক কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।
মানিকগঞ্জের সাটুরিয়ায় মেসার্স যমুনা ব্রিক্সস ফিল্ড নামের একটি ইটভাটা থেকে নির্গত গরম বাতাস ও কালো ধোঁয়ায় ৭৫ কৃষকের প্রায় ১০০ বিঘা খেতের ধান নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী কৃষকেরা সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ক্ষতিপূরণ ও ইটভাটা বন্ধের দাবিতে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। কৃষকদের অভিযোগের ভিত্তিতে আজ সোমবার দুপুরে ইউএনও মো. ইকবাল হোসেন তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিকে এক কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের হরগজ মৌজায় তিন ফসলি ভূমিতে দীর্ঘদিন ধরে মেসার্স যমুনা ব্রিকস ফিল্ড নামের ইটভাটাটি পরিচালিত হয়ে আসছে।
ভুক্তভোগী কৃষক মো. মোহর আলী বলেন, ‘আমার প্রজেক্টের সাত বিঘা ধানখেত পুড়ে গেছে। যেটুকু অবশিষ্ট আছে, ওই ধানে চিটা ধরেছে। আমার অনেক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আমরা ক্ষতিগ্রস্ত কৃষকেরা ইউএনওর কাছে আবেদন করেছি।’ কথা হয় হরগজ পূর্ব নগরের শামীম নামের এক কৃষকের সঙ্গে। তিনি বলেন, ‘২৭ শতাংশ জমিতে ধান চাষ করেছিলাম। চোখের সামনে ওই ইটভাটার কারণে ফসল নষ্ট হয়ে গেছে। আমি আমার ধান নষ্টের ক্ষতিপূরণ চাই।’
আরেক কৃষক হরগজ গোসাইনগরের জাহাঙ্গীর আলম বলেন, ‘১৫ শতাংশ জমিতে ধান চাষ করেছিলাম। এবার যে ক্ষতি হয়েছে, পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। ইটভাটার বাতাসের কারণে আমার এই সর্বনাশ হয়েছে। আমি এর ক্ষতিপূরণ চাই।’ তিনি অভিযোগ করেন, এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তাকে জানানো হলেও এখন পর্যন্ত এর কোনো সমাধান পাননি। তিন ফসলি জায়গায় ওই ইটভাটা কীভাবে চলছে এবং স্থানীয় প্রশাসন এ ব্যাপারে কেন কোনো উদ্যোগ নিচ্ছে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জাহাঙ্গীর আলম।
মো. হালিম নামের আরেক ভুক্তভোগী কৃষক বলেন, ‘আমার ধানখেত পুড়ে গেছে। লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে আমার। ক্ষতিপূরণ ও ওই ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও অফিসে গিয়েছিলাম। উনি বলেছেন, একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। এক দিনের মধ্যেই ব্যবস্থা নিবেন।’
অভিযোগের ব্যাপারে মেসার্স যমুনা ব্রিকসের মালিকপক্ষ আবুল কালামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি।
সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষকের ধানখেতের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি কাজ করছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা যাতে ক্ষতিপূরণ পান, সে ব্যাপারে কাজ চলমান রয়েছে।
এ ব্যাপারে সাটুরিয়ার ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, ভুক্তভোগী কৃষকদের লিখিত অভিযোগ পেয়ে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটিকে এক কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রী গাজী রেবেকা রওশনের বিও হিসাব (শেয়ারবাজারে লেনদেনের জন্য বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) ও শেয়ার এবং ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ
২ মিনিট আগেওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বরিশালের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য শহরের আশপাশের খালগুলো খনন করা হবে। এ ছাড়া বরিশাল-বানারীপাড়া সন্ধ্যা নদীর ওপর সেতু, নথুল্লাবাদ থেকে দপদপিয়া ব্রিজ পর্যন্ত বাইপাস সড়ক, বরিশালের গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুট ওভারব্রিজ এবং একটি উন্নতমানের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণে
৮ মিনিট আগেমানিকগঞ্জের আওয়ামী লীগের নেতা আবদুর রহিম খানকে (৬৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে তাঁকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালতে মামলার প্রয়োজনীয় নথি না থাকায় আমলি আদালত শুনানি রেখে আসামিকে কারাগারে পাঠান।
২৯ মিনিট আগেবগুড়ার আদমদীঘি উপজেলার নশরৎপুর রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর রহমান (৪০) চিকিৎসা নিয়ে আজ সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন তাঁর ছেলে আহসান হাবিব। মতিউর নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের বাসিন্দা। তিনি একসময় অটোরিকশার চালক থাকলেও
৩১ মিনিট আগে