Ajker Patrika

দাবি মেনে হল খোলা রাখার বিজ্ঞপ্তির পর তালামুক্ত জবির হল প্রভোস্ট

জবি সংবাদদাতা 
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৬: ১০
দাবি মেনে হল খোলা রাখার বিজ্ঞপ্তির পর তালামুক্ত জবির হল প্রভোস্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ বুধবার বেলা ৩টা ১৫ মিনিটের দিকে হল খোলা রাখার লিখিত বিজ্ঞপ্তি দেয় হল প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

আজ বুধবার সকাল ১০টার দিকে ছাত্রীদের বিকেল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে দুপুর ১২টা থেকে হল প্রভোস্টের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে হল খোলা রাখা এবং ছাত্রীদের যাবতীয় সুবিধাসহ নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেন আবাসিক ছাত্রীরা। পরে বেলা সোয়া ২টার দিকে হল প্রভোস্টের কক্ষে তালা দিয়ে প্রভোস্ট ও হাউস টিউটরদের অবরুদ্ধ করেন ছাত্রীরা। 

পরে বেলা ৩টা ১৫ মিনিটের দিকে হল প্রভোস্ট অধ্যাপক দীপিকা রানি সরকার আবাসিক ছাত্রীদের দাবি মেনে নিয়ে তাঁর সই করা লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রীদের জানানো যাচ্ছে যে, তাদের সকল দাবি (গ্যাস, পানি, বিদ্যুৎ, লিফট, ইন্টারনেট, ক্যানটিনসহ পূর্বের ন্যায় নিরাপত্তা) মেনে নেওয়া হলো এবং তাদের হলে অবস্থান করার পূর্ণ অনুমতি দেওয়া হলো।’ 

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার বিষয়ে হল প্রভোস্ট দীপিকা রাণী সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের আমি বলেছি, যারা হলে থাকার তাঁরা থাকবে, যারা চলে যাওয়ার, যাবে।’ 

এদিকে, কোটা সংস্কারের দাবিতে সারা দেশে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গায়েবানা জানাজা পড়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। জানাজা শেষে তাঁরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। 

জানাজা শেষে আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইভান তাওসিফ বলেন, ‘আমাদের পাঁচটি দাবি রয়েছে প্রশাসনের কাছে। পাঁচটি দাবি হলো—বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে, ছাত্রীদের নিরাপত্তা দিয়ে হল খোলা রাখতে হবে, আহত শিক্ষার্থীদের খরচ বহন করতে হবে, ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয়ের বাসসেবা দেওয়া বন্ধ করতে হবে, মেসে যেসব শিক্ষার্থী থাকে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত