Ajker Patrika

জবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে গুলি, বিদ্ধ ৪ শিক্ষার্থী

জবি সংবাদদাতা 
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ২০: ৪৮
জবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে গুলি, বিদ্ধ ৪ শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে গুলি করা হয়েছে। এতে চারজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। কারা গুলি ছুড়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

তবে প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের দাবি, কোর্ট এলাকা পার হলে কয়েকটি গলির ভেতর থেকে গুলি ছোড়া হয়। স্থানীয় আওয়ামী লীগের নেতারা এই গুলি করেছেন।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় ক্যাম্পাস থেকে বের হয়ে জজ কোর্ট পার হয়ে রায়সাহেব বাজারের দিকে এগিয়ে গেলে ওই মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিক্ষার্থীরা হলেন—ম্যানেজমেন্ট বিভাগের ফেরদৌস আহমেদ, মার্কেটিং এর ১৭ ব্যাচের শিক্ষার্থী অনিক। বাকি দুজন শিক্ষার্থীর পরিচয় এখনো জানা যায়নি। আহত চারজন শিক্ষার্থীকে রিকশায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ডা. আরিফ আজকের পত্রিকাকে বলেন,‘আমরা চারজন গুলিবিদ্ধ শিক্ষার্থীকে পেয়েছিলাম, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আরেকজন শিক্ষার্থী এসেছিল, সে ছুরির আঘাতে আহত হয়েছিল।’

গুলিবিদ্ধ জবি শিক্ষার্থীকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকাএ দিকে পুলিশের একটি ইউনিট ঘরোয়া হোটেলের পাশে অবস্থান করছে। এ বিষয়ে কোতোয়ালি জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) নজরুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখনো আহত শিক্ষার্থীদের বিষয়ে অবগত হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত