Ajker Patrika

শোভাযাত্রার শাড়ি নিয়ে ঢাবি ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতি

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০৯: ২২
শোভাযাত্রার শাড়ি নিয়ে ঢাবি ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতি

প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় অংশগ্রহণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলে ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতি হয়েছে। এতে চারজন আহত হয়েছেন। আহতরা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী ঘটনাস্থলে গেছেন। পরে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিলুফার পারভীন, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন। 

এদিকে ঘটনার সময় উভয় পক্ষের বাগ্‌বিতণ্ডার একটি অডিও রেকর্ড আজকের পত্রিকার হাতে এসেছে। 

আহতরা হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক উপসম্পাদক ও হলের সাবেক সাধারণ সম্পাদক রনক জাহান রাইন, প্রশিক্ষণ উপসম্পাদক তানিয়া আক্তার তাপসী, ছাত্রলীগের কর্মী সুলতানা ও সাধারণ শিক্ষার্থী শাহিদা আক্তার। 

নাম প্রকাশ না করার শর্তে বঙ্গমাতা হলের একাধিক শিক্ষার্থী আজকের পত্রিকার এই প্রতিবেদককে জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজীর হোসেন নিশির অনুসারীরা হল সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। সাবেক সাধারণ সম্পাদক রনক জাহান রাইনের যে গ্রুপ ছিল, সেটি তানিয়া আক্তার তাপসী নিয়ন্ত্রণ করতেন। হল কমিটিতে জায়গা পাননি তাপসী। পরে ঢাবি ছাত্রলীগের নতুন কমিটি হলে তাপসীর গ্রুপের কর্মীরা ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের গ্রুপে ভিড়ে যান। 

আজ শুক্রবার প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় তাপসী গ্রুপের কর্মীরা আলাদাভাবে আসায় চড়াও হন হল শাখা ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার রাখি ও সাধারণ সম্পাদক সানজিনা ইয়াসমিন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। 
 
ঘটনার প্রত্যক্ষদর্শী ওই হলের একাধিক আবাসিক শিক্ষার্থী জানান, কোহিনূর আক্তার রাখি ও সানজিনা ইয়াসমিনের নেতৃত্বেই মারধরের ঘটনা ঘটে। 

নাম প্রকাশ না করার শর্তে হলের একাধিক ছাত্রলীগ কর্মী আজকের পত্রিকাকে বলেন, শোভাযাত্রা উপলক্ষে তাঁর গ্রুপের জন্য আলাদা শাড়ি দেওয়ার কথা বলেন তাপসী। কিন্তু সেটি দিতে অস্বীকৃতি জানান হল সভাপতি ও সাধারণ সম্পাদক। তাপসী বিষয়টি তানভীর হাসান সৈকতকে জানালে সৈকত শাড়ি না পরে সাধারণ পোশাকে আসতে বলেন। কিন্তু হল শাখার সঙ্গে মিছিল নিয়ে শোভাযাত্রায় উপস্থিত না হওয়া তাপসীকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে হলে গেলে কথা-কাটাকাটি হয়। 

হল সূত্র জানায়, আহতদের মধ্যে সুলতানা ছাত্রলীগের কর্মী এবং রনক জাহান রাইনের সঙ্গে রাজনীতি করতেন বলে জানা যায়। কিন্তু শাহিদা রাজনীতির সঙ্গে জড়িত নন। শাহিদা আক্তার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। কক্ষ থেকে খাবার নিতে নিচে নামেন তিনি। সেখানে হাতাহাতির মাঝখানে পড়ে যাওয়ায় তাঁকে তাপসী গ্রুপের কর্মী মনে করে মারধর করা হয়। 

এ বিষয়ে প্রক্টর এ কে এম গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছিল। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। হল প্রশাসন বিষয়টি দেখছে। আশা করি, সুষ্ঠু একটা সমাধান হবে।’ 

আহত রনক জাহান রাইন বলেন, ‘ঢাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এসেছেন। তাঁরা বিষয়টি সমাধান করবেন, আমি আর কিছু বলতে চাই না।’ 

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘হল প্রাধ্যক্ষ ও ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের সঙ্গে আমরা আলাপ করছি। একটি সুন্দর সমাধানের পথে আমরা যেতে পারব বলে আশা রাখছি।’ 
 
হাতাহাতি ও মারধরের নেতৃত্ব দেওয়া হল ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার রাখি ও সাধারণ সম্পাদক সানজিনা ইয়াসমিনের ব্যবহৃত নম্বরে একাধিকবার কল করা হলেও তাঁরা সাড়া দেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক কেন খুন হলেন, কী ঘটেছিল, কে ছিলেন তিনি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত