Ajker Patrika

অল্প কিছুক্ষণের জন্য গেট ছেড়ে দিয়ে আবারও বিক্ষোভ শুরু করেছেন বিদেশি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১২: ৪৪
অল্প কিছুক্ষণের জন্য গেট ছেড়ে দিয়ে আবারও বিক্ষোভ শুরু করেছেন বিদেশি শিক্ষার্থীরা

গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির বিদেশি শিক্ষার্থীরা কিছুক্ষণের জন্য গেট ছেড়ে দিয়ে আবারও গেট আটকে বিক্ষোভ শুরু করেছেন। সকাল ১০টার দিকে তাঁরা গেট ছেড়ে দেন, তখন অনাবাসিক দেশীয় শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করেন। তাঁরা ভেতরে প্রবেশের পর আবারও গেট আটকে দেন বিদেশি শিক্ষার্থীরা। 

আজ সকাল ৯টা থেকে নানান দাবি নিয়ে বিদেশি শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। প্রায় ১০০ জন শিক্ষার্থী মূল ফটকে অবস্থান করছেন। 

বিদেশি শিক্ষার্থীরা বলছেন, তাঁদের দাবিগুলো না মানা পর্যন্ত তাঁরা গেট ছাড়বেন না। 

দাবিগুলোর মধ্যে রয়েছে, তাঁদের যে ফি বাড়ানো হয়েছে তা কমাতে হবে, ৩০ শতাংশ চাকরির নিশ্চয়তা, হোস্টেল কক্ষে এসি, ওয়াশিং মেশিন লাগানো ও অভ্যন্তরীণ একটি পরীক্ষা বাতিলসহ বেশ কয়েয়কটি দাবি। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পিএস নাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ইতিমধ্যে উপাচার্য তাঁদের প্রতিনিধিদের সঙ্গে বসেছেন। আশা করি শিগগিরই সমাধান হবে। 

উল্লেখ্য, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিচালিত হয় ইসলামিক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সহযোগিতায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত