নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের ছয়টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একই সঙ্গে এক ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় মনির টাওয়ার ও এমডি স্কয়ারে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।
অভিযানে জরুরী বর্হিগমন পথ ব্যবহারে প্রতিবন্ধকতা থাকায় মনির টাওয়ারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবনটিতে অবস্থিত দাওয়াত ই মেজবান, স্টার লাউঞ্জ, ক্রাউন রেস্টুরেন্ট, ক্রাশ স্টেশন, ডাইনিং লাউঞ্জকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া এমডি স্কয়ারে থাকা সুলতান ডাইনসকেও ৫০ হাজার টাকাসহ অভিযানে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ‘এই ভবনগুলোতে অফিস স্থাপন করার কথা, তার বদলে এখানে রেস্তোরাঁ বসানো হয়েছে। ভবনে জরুরী বর্হিগমন পথ থাকলেও সেটা ব্যবহার করা হচ্ছে না এবং বর্হিগমন পথে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে। এই কারণে ছয়টি রেস্তোরাঁ ও একটি ভবনের মালিককে মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এসব সমস্যা সমাধান করতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানে ছিলেন নারায়ণগঞ্জ রাজউক (জোন 8) এর অথোরাইজ অফিসার ইলিয়াস, ভবন পরিদর্শক শফিউল্লাহ, শামসুজ্জামান নয়ন, রুবেল, সারোয়ার হোসেন, তারিকুর রহমান প্রমুখ।
নারায়ণগঞ্জ শহরের ছয়টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একই সঙ্গে এক ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় মনির টাওয়ার ও এমডি স্কয়ারে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।
অভিযানে জরুরী বর্হিগমন পথ ব্যবহারে প্রতিবন্ধকতা থাকায় মনির টাওয়ারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবনটিতে অবস্থিত দাওয়াত ই মেজবান, স্টার লাউঞ্জ, ক্রাউন রেস্টুরেন্ট, ক্রাশ স্টেশন, ডাইনিং লাউঞ্জকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া এমডি স্কয়ারে থাকা সুলতান ডাইনসকেও ৫০ হাজার টাকাসহ অভিযানে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ‘এই ভবনগুলোতে অফিস স্থাপন করার কথা, তার বদলে এখানে রেস্তোরাঁ বসানো হয়েছে। ভবনে জরুরী বর্হিগমন পথ থাকলেও সেটা ব্যবহার করা হচ্ছে না এবং বর্হিগমন পথে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে। এই কারণে ছয়টি রেস্তোরাঁ ও একটি ভবনের মালিককে মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এসব সমস্যা সমাধান করতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানে ছিলেন নারায়ণগঞ্জ রাজউক (জোন 8) এর অথোরাইজ অফিসার ইলিয়াস, ভবন পরিদর্শক শফিউল্লাহ, শামসুজ্জামান নয়ন, রুবেল, সারোয়ার হোসেন, তারিকুর রহমান প্রমুখ।
বগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
৮ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১৪ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১৬ মিনিট আগে