Ajker Patrika

দুস্থদের মাঝে বিজিবি মহাপরিচালকের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ২১: ৪৬
দুস্থদের মাঝে বিজিবি মহাপরিচালকের ইফতার বিতরণ

গরিব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। আট শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। 

আজ রোববার বিকেলে রাজধানীর হাজারীবাগে শহীদ শেখ রাসেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বাহিনীটির সদর ব্যাটালিয়নের উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদর বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় প্রধানমন্ত্রী গণভবনে ইফতার পার্টি বাতিল করেছেন। একই সঙ্গে গরিব ও দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর নীতির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিজিবি পিলখানায় ইফতার পার্টি বাতিল করে পুরো রমজান মাস সারা দেশে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে।

সারা দেশে রমজান মাসজুড়ে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, গত ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে দেশের ১০টি শহরে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করে বিজিবি। বিজিবি সারা দেশে পাঁচটি রিজিয়ন, ১৬টি সেক্টর এবং ৫৯টি ব্যাটালিয়নের মাধ্যমে পুরো রমজান মাস দেশের সীমান্ত এলাকাসহ প্রত্যন্ত অঞ্চলে ইফতারসহ খাদ্যসামগ্রী বিতরণ করছে। 

বিজিবির উদ্যোগে এ পর্যন্ত ১০ হাজারের অধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও বাহিনীর পক্ষ থেকে গরিব ও অসহায় মানুষের সঙ্গে ইফতারের এই আনন্দ ভাগাভাগির আয়োজন পুরো রমজান মাসে অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত