নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পবিত্র রমজানের শেষ শুক্রবার আজ। মুসলিম বিশ্বে যা জুমাতুল বিদা নামে পরিচিত। ইসলাম ধর্মাবলম্বীরা রমজানের শেষ জুমার নামাজে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করে ইবাদত-বন্দেগি করেন। এ উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ শুক্রবার ঢল নেমেছে ধর্মপ্রাণ মুসল্লিদের।
আজ বায়তুল মোকাররমে গিয়ে দেখা গেছে, বেলা ১১টা থেকে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেছেন। দুপুর ১২টার আগেই মসজিদের ভেতরের মূল অংশ পূর্ণ হয়ে যায়। এরপর মসজিদে আসা মুসল্লিরা মসজিদের বাইরে ও বিভিন্ন গেটের সামনে রোদ উপেক্ষা করে নামাজের জায়গা করে নেন।
নামাজ আগে জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে বয়ান করা হয়। পাশাপাশি আখিরাতে মুক্তি, দেশ ও মুসলিম জাতির শান্তি কামনা, চলমান বৈশিক সংকট থেকে মুক্তি কামনাসহ আল আকসা মসজিদ এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধে দোয়া করা হয়েছে। নামাজ শেষে জুমাতুল বিদা উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়।
বায়তুল মোকাররম মসজিদে কলাবাগান থেকে ছয় বছরের শিশু আহমেদ যায়ীফকে নিয়ে এসেছিলেন বিল্লাল আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলেটা এত বড় জামাত কখনো দেখে নাই। ইদের দিনেই আসতে চেয়েছিলাম। কিন্তু কাল বেশি ভিড় হবে এই চিন্তা করে আজই দেখাতে নিয়ে এসেছি। এত বড় মসজিদ আর এত মানুষ দেখে ও খুব খুশি।’
রামপুরার বাসিন্দা সৌরভ শিকদার বলেন, ‘আতর, টুপি আর একটা পায়জামা কেনা এখনো বাকি। তাই চিন্তা করলাম আজকে এখানে জুমার নামাজ পড়ি। নামাজ শেষে কিনতে সুবিধা হবে।’
নামাজ শেষে মসজিদের ভেতরে অনেকেই কোরআন তিলাওয়াত, জিকির-দরুদ পাঠ করতে দেখা যায়। এ ছাড়া অনেকেই নিজের পরিবার ও মৃত আত্মীয়স্বজনের আত্মার মাগফিরাত কামনায় দান-খয়রাত করেছেন। অনেককেই নামাজ শেষে জায়নামাজ, টুপি, আতর ইত্যাদি কিনতে দেখা গেছে।
পবিত্র রমজানের শেষ শুক্রবার আজ। মুসলিম বিশ্বে যা জুমাতুল বিদা নামে পরিচিত। ইসলাম ধর্মাবলম্বীরা রমজানের শেষ জুমার নামাজে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করে ইবাদত-বন্দেগি করেন। এ উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ শুক্রবার ঢল নেমেছে ধর্মপ্রাণ মুসল্লিদের।
আজ বায়তুল মোকাররমে গিয়ে দেখা গেছে, বেলা ১১টা থেকে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেছেন। দুপুর ১২টার আগেই মসজিদের ভেতরের মূল অংশ পূর্ণ হয়ে যায়। এরপর মসজিদে আসা মুসল্লিরা মসজিদের বাইরে ও বিভিন্ন গেটের সামনে রোদ উপেক্ষা করে নামাজের জায়গা করে নেন।
নামাজ আগে জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে বয়ান করা হয়। পাশাপাশি আখিরাতে মুক্তি, দেশ ও মুসলিম জাতির শান্তি কামনা, চলমান বৈশিক সংকট থেকে মুক্তি কামনাসহ আল আকসা মসজিদ এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধে দোয়া করা হয়েছে। নামাজ শেষে জুমাতুল বিদা উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়।
বায়তুল মোকাররম মসজিদে কলাবাগান থেকে ছয় বছরের শিশু আহমেদ যায়ীফকে নিয়ে এসেছিলেন বিল্লাল আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলেটা এত বড় জামাত কখনো দেখে নাই। ইদের দিনেই আসতে চেয়েছিলাম। কিন্তু কাল বেশি ভিড় হবে এই চিন্তা করে আজই দেখাতে নিয়ে এসেছি। এত বড় মসজিদ আর এত মানুষ দেখে ও খুব খুশি।’
রামপুরার বাসিন্দা সৌরভ শিকদার বলেন, ‘আতর, টুপি আর একটা পায়জামা কেনা এখনো বাকি। তাই চিন্তা করলাম আজকে এখানে জুমার নামাজ পড়ি। নামাজ শেষে কিনতে সুবিধা হবে।’
নামাজ শেষে মসজিদের ভেতরে অনেকেই কোরআন তিলাওয়াত, জিকির-দরুদ পাঠ করতে দেখা যায়। এ ছাড়া অনেকেই নিজের পরিবার ও মৃত আত্মীয়স্বজনের আত্মার মাগফিরাত কামনায় দান-খয়রাত করেছেন। অনেককেই নামাজ শেষে জায়নামাজ, টুপি, আতর ইত্যাদি কিনতে দেখা গেছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
২৬ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩৬ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে