Ajker Patrika

বঞ্চনার সমাধান চায় মুচি সম্প্রদায়ের মানুষেরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঞ্চনার সমাধান চায় মুচি সম্প্রদায়ের মানুষেরা 

সামাজিক, মানবিক ও নাগরিক নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত দেশের ঋষি বা মুচি সম্প্রদায়। স্বল্প শিক্ষা ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে মৌলিক ও মানবিক অধিকার থেকেও উপেক্ষিত এই জনগোষ্ঠী। এমন পরিস্থিতিতে সমস্যা সমাধানে সরকারের সহযোগিতার দাবি জানিয়েছেন ঋষি সম্প্রদায়ের মানুষেরা। 

আজ সোমবার বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ সহায়ক সংস্থার (জিবিএসএস) আয়োজনে রাজধানীর মানিকনগরের কাজিরবাগ ঋষিপাড়ায় এক মতবিনিময় সভায় এসব দুর্দশার কথা তুলে ধরেন তারা। জিবিএসএস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

ঋষি সম্প্রদায়ের মানুষেরা জানান, নাগরিক সুবিধা ও সরকারি সেবা থেকে বঞ্চিত থাকার পাশাপাশি ঋষি পাড়ায় সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। এছাড়াও মুল ধারার শিক্ষাপ্রতিষ্ঠানে ঋষি সম্প্রদায়ের ছেলে-মেয়েদের প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্টদের নেতিবাচক মনোভাবের ফলে কম শিক্ষার হার ও শিক্ষা সুযোগ থেকে বঞ্চিত হন তারা। এই জনগোষ্ঠীর মানুষেরা মুচি, পরিচ্ছন্নতা কর্মী, কুলি ইত্যাদির বাইরে ঋষি সম্প্রদায়ের মানুষের ও চাকরির সুযোগ কম পান। 

মাদক কারবারিরাও মাদক কেনা-বেচার স্থান হিসেবে ঋষি সম্প্রদায়ের এলাকাকে নিরাপদ হিসেবে বেঁচে নিয়েছেন। মাদকের সহজলভ্যতার কারণে স্থানীয় যুবকেরাও মাদকে আসক্ত হচ্ছেন। বহিরাগতরা নানাভাবে উত্ত্যক্ত করেন স্থানীয় তরুণীদের।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত আসনের (৫,৬, ৭ ওয়ার্ড) নারী কাউন্সিলর মাকসুদা শমশের, গ্রাম বিকাশ সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা পারভীন রত্না, কাউন্টার পার্ট ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট সৈয়দ সুলতান চাঁদ, ঋষি সম্প্রদায়ের পঞ্চায়েত প্রধান সুজন দাশ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত