Ajker Patrika

গোপালপুরে সড়ক ধসে নদীতে বিলীন, দুর্ভোগে মানুষ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
গোপালপুরে সড়ক ধসে নদীতে বিলীন, দুর্ভোগে মানুষ

টাঙ্গাইলের গোপালপুরের বেলুয়া-মাদারজানি সড়কের প্রায় আধা কিলোমিটারের বিভিন্ন অংশ ধসে ঝিনাই নদীতে বিলীন হয়ে গেছে। এ কারণে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যান এই সড়ক দিয়ে চলাচল করতে পারছে না। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় শিক্ষার্থী-শিক্ষকসহ সাধারণ মানুষ। 

সরেজমিনে জানা গেছে, গোপালপুরের হেমনগর ইউনিয়নের বেলুয়া থেকে আলমনগর ইউনিয়নের মাদারজানি, ফলদা ও মির্জাপুর ইউনিয়নকে সংযুক্ত করা সড়কের বিভিন্ন অংশে ভাঙন ধরেছে। বেলুয়া হাটের পূর্বপাশ ঘেঁষে বড় কুমুল্লী পর্যন্ত আনুমানিক আধা কিলোমিটার সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বড় কুমুল্লী গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, ‘ঝুঁকি নিয়ে চলাচলে বিভিন্ন সময়ে বিয়ের গাড়ি, সারের গাড়ি, সিমেন্টের গাড়ি, কৃষিপণ্যসহ অন্তত ১০টি গাড়ি নদীতে পড়তে দেখেছি। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। আর এখনতো কোথাও কোথাও হাঁটার রাস্তাটুকুও অবশিষ্ট নেই।’ 

স্থানীয় একটি কলেজের প্রভাষক রকিব উদ্দিন আতিক বলেন, ‘অ্যাম্বুলেন্সসহ যেকোনো গাড়ি নিয়ে আলমনগরের দিকে যেতে রাস্তায় থাকে হাঁটু পর্যন্ত কাঁদা। বেলুয়ার দিক দিয়ে যাওয়ার উপায় নেই। মাদারজানি-কুমুল্লী গ্রামের অধিকাংশ শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে বেলুয়া বাজারের পাশের স্কুলে যেতে হয়। ধান, পাটসহ বিভিন্ন কৃষিপণ্য হাঁটে নিতে ভোগান্তির সীমা নেই। এখন শুধু রাস্তার পাশ দিয়ে সাইকেল নিয়ে যাওয়া-আসা করা যায়। এবড়োখেবড়ো হওয়ায় ঝুঁকি বেশি তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কাছে বারবার দরখাস্ত দিয়েও প্রতিকার মেলেনি।’ 

অটোরিকশাচালক মো. আব্দুর রহিম বলেন, ‘অটোরিকশা চালিয়ে সংসার চালাতে হয়। রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে আছি। সাত বছরের বেশি সময় ধরে ভোগান্তি পোহাতে দেখেছি মানুষকে। জনপ্রতিনিধিরা সভা সমাবেশে বারবার প্রতিশ্রুতি দিলেও অনেক দিনেও রাস্তাটির সংস্কার কেউ করেনি।’ 

সড়কটি পাঁচ-ছয় বছর ধরে বেহাল হয়ে পড়ে আছে বলে জানান আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন। তিনি বলেন, ‘সম্প্রতি সড়কটি সংস্কারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দরপত্র আহ্বান করেছে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসফিয়া সিরাত বলেন, ‘বিষয়টি আমি খোঁজ নেব। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত