Ajker Patrika

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট, জনমনে স্বস্তি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট, জনমনে স্বস্তি

ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ থাকলেও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা রয়েছে। উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর মহাসড়কে কোনো যানজট নেই। ফলে স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষজন। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা, চন্দ্রা নবীনগর মহাসড়কের সফিপুর এবং কোনাবাড়ী এলাকায় কোনো রকম যানজট সৃষ্টি হয়নি। তবে অতিরিক্ত ভাড়া নেওয়ায় বিপাকে পড়ছেন যাত্রীরা। 

জেসমিন আক্তার নামে এক পোশাক শ্রমিক বলেন, চন্দ্রা এলাকায় যানজট নেই। চালক এবং হেলপাররা বলছেন আসার সময় খালি গাড়ি নিয়ে আসতে হবে। এ জন্য বাসগুলো দ্বিগুণ ভাড়া দাবি করছে। এ বিষয়ে পুলিশ প্রশাসন পদক্ষেপ নিলে যাত্রীদের জন্য ভালো হতো। 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই কোনো যানজটরংপুরগামী যাত্রী আরিফ হোসেন বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একসময় যানজটের কারণে মানুষজনকে ভোগান্তিতে পড়তে হতো। এখন আর মহাসড়কে সেই দৃশ্য নেই। আমরা স্বস্তিতে বাড়ি ফিরতে পারব। 

এ বিষয়ে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, মহাসড়কে যানজট নেই। তাই মানুষজন নির্বিঘ্নে চলাচল করছেন। তবে অতিরিক্ত ভাড়ার বিষয়ে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত