নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী ও মহাখালী টোলপ্লাজা ১৮ জুলাই ও ১৯ জুলাইয়ের সহিংসতার সময় আগুনে পুড়েছে । তবে ওই ঘটনার ১০ দিন পার হলেও এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সেতু বিভাগ।
সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মনজুর হোসেন আজ রোববার বনানীতে সেতু ভবনের সামনে সকালে আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এটির নির্মাণ ও পরিচালনা প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড ও সেতু বিভাগ চাইছে যত দ্রুত সম্ভব এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করতে। বনানী ও মহাখালী টোল প্লাজা ম্যানুয়ালি চালু করার চিন্তাও আছে আমাদের। তবে এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এখানে চায়নার প্রকৌশলীরাও কাজ করছেন। তাঁরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন।’
১৮ জুলাই ও ১৯ জুলাই দুই দিন আগুন দেওয়া হয় বনানীর সেতু ভবনে। দুর্বৃত্তদের আগুনে ভবনে নানা অবকাঠামো এমনভাবে পুড়ে গেছে যে গণপূর্ত বিভাগ, বিস্ফোরক অধিদপ্তর, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ভবনটি আপাতত ব্যবহারের অনুপযোগী বলে জানিয়েছে সেতু বিভাগকে।
মনজুর হোসেন বলেন, ‘ভবন কতটা ব্যবহার উপযোগী সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা মতামত দেবেন। এখানে সরকারের
সাতটা অধিদপ্তর কাজ করছে। পুলিশের ক্রাইম সিন সংগ্রহ শেষে তাদের মতামত ও ফায়ার সার্ভিসের ক্লিয়ারেন্স পাওয়ার পর আমরা ভবনের ভেতরে আমাদের কার্যক্রম শুরু করতে পারব।’
আগুনে সেতু ভবনের ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনই ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। তবে ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী ও মহাখালী টোলপ্লাজা ১৮ জুলাই ও ১৯ জুলাইয়ের সহিংসতার সময় আগুনে পুড়েছে । তবে ওই ঘটনার ১০ দিন পার হলেও এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সেতু বিভাগ।
সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মনজুর হোসেন আজ রোববার বনানীতে সেতু ভবনের সামনে সকালে আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এটির নির্মাণ ও পরিচালনা প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড ও সেতু বিভাগ চাইছে যত দ্রুত সম্ভব এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করতে। বনানী ও মহাখালী টোল প্লাজা ম্যানুয়ালি চালু করার চিন্তাও আছে আমাদের। তবে এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এখানে চায়নার প্রকৌশলীরাও কাজ করছেন। তাঁরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন।’
১৮ জুলাই ও ১৯ জুলাই দুই দিন আগুন দেওয়া হয় বনানীর সেতু ভবনে। দুর্বৃত্তদের আগুনে ভবনে নানা অবকাঠামো এমনভাবে পুড়ে গেছে যে গণপূর্ত বিভাগ, বিস্ফোরক অধিদপ্তর, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ভবনটি আপাতত ব্যবহারের অনুপযোগী বলে জানিয়েছে সেতু বিভাগকে।
মনজুর হোসেন বলেন, ‘ভবন কতটা ব্যবহার উপযোগী সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা মতামত দেবেন। এখানে সরকারের
সাতটা অধিদপ্তর কাজ করছে। পুলিশের ক্রাইম সিন সংগ্রহ শেষে তাদের মতামত ও ফায়ার সার্ভিসের ক্লিয়ারেন্স পাওয়ার পর আমরা ভবনের ভেতরে আমাদের কার্যক্রম শুরু করতে পারব।’
আগুনে সেতু ভবনের ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনই ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। তবে ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৬ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৭ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৭ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে