Ajker Patrika

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে এমকে ফুটওয়্যার কারখানার শ্রমিকদের কর্মবিরতি, ভাঙচুর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
আপডেট : ২৪ মে ২০২৫, ১৩: ১৩
গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শনিবার সকালে কর্মবিরতি ও বিক্ষোভে নেমেছেন এম কে ফুটওয়্যার কারখানার শ্রমিকরা। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শনিবার সকালে কর্মবিরতি ও বিক্ষোভে নেমেছেন এম কে ফুটওয়্যার কারখানার শ্রমিকরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভে নেমেছেন এম কে ফুটওয়্যার নামক একটি কারখানার শ্রমিকেরা। শনিবার (২৪ মে) সকাল থেকে তারা কর্মবিরতি পালন করছেন। এর আগে ক্ষুব্ধ শ্রমিকেরা মাওনা-গাজীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন এবং কারখানায় ভাঙচুর চালান।

উপজেলার গাজীপুর ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের ওই কারখানার সামনে সকাল থেকেই উত্তেজনা দেখা দেয়। শ্রমিকেরা জানান, গত এপ্রিল ও চলতি মে মাসের বেতন এবং ঈদের বোনাস এখনো পরিশোধ না করায় তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

শ্রমিক মো. অনিক বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ আমাদের বকেয়া বেতন ও বোনাসের প্রতিশ্রুতি দিলেও এখনো পরিশোধ করেনি। একের পর এক তারিখ দিলেও শুধু সময়ক্ষেপণ করছে।’

শ্রমিক মিনারা আক্তার বলেন, ‘আমাদের পেটে তো সময় বুঝে না। অন্যান্য কারখানায় বেতন-বোনাস দেওয়া হলেও আমাদের দেওয়া হয়নি। আজ না কাল করতে করতে সময় কেটে যাচ্ছে।’

গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শনিবার সকালে কর্মবিরতি ও বিক্ষোভে নেমেছেন এম কে ফুটওয়্যার কারখানার শ্রমিকরা। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শনিবার সকালে কর্মবিরতি ও বিক্ষোভে নেমেছেন এম কে ফুটওয়্যার কারখানার শ্রমিকরা। ছবি: আজকের পত্রিকা

নারী শ্রমিক লিপি আক্তার বলেন, ‘সকালে কারখানায় এসে দেখি প্রধান ফটক বন্ধ। কাউকে না পেয়ে আমরা রাস্তায় বসে পড়ি। পরে সবাই মিলে ফটক ভেঙে কারখানায় ঢুকি। ভেতরে গিয়ে দেখি কর্তৃপক্ষের কেউ নেই। তখনই আমরা বিক্ষোভ শুরু করি।’

এ বিষয়ে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘শ্রমিকদের এপ্রিল মাসের বেতন ও ঈদের বোনাস চলতি সপ্তাহেই পরিশোধ করা হবে। মে মাসের বেতনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি শ্রমিকদের জানানো হয়েছে, কিন্তু তারা মানতে চাইছে না।’

গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শনিবার সকালে কর্মবিরতি ও বিক্ষোভে নেমেছেন এম কে ফুটওয়্যার কারখানার শ্রমিকরা। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শনিবার সকালে কর্মবিরতি ও বিক্ষোভে নেমেছেন এম কে ফুটওয়্যার কারখানার শ্রমিকরা। ছবি: আজকের পত্রিকা

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, ‘সকাল থেকেই শ্রমিকেরা প্রথমে আঞ্চলিক সড়ক অবরোধ করেন, পরে মূল ফটক ভেঙে কারখানায় প্রবেশ করে কিছু ভাঙচুর চালান। বর্তমানে তাঁরা কর্মবিরতিতে রয়েছেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত