Ajker Patrika

কুবি শিক্ষার্থী মনোয়ারের বহিষ্কারাদেশ চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ২২: ০১
কুবি শিক্ষার্থী মনোয়ারের বহিষ্কারাদেশ চ্যালেঞ্জ করে রিট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও একটি দৈনিক পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।

আজ রোববার ইকবাল মনোয়ারের পক্ষে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। এর আগে ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে ৯ আগস্ট উপাচার্যসহ আটজনকে আইনি নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, ইকবালকে বহিষ্কারের আদেশে কোনো আইন বা বিধির উল্লেখ করা হয়নি। এ ছাড়া তাঁর সংবাদে উপাচার্যের বক্তব্য বিকৃতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। মূলত উপাচার্য তাঁর ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতেই ইকবালকে বহিষ্কার করেছেন। কোনো সংবাদে উপাচার্য সংক্ষুব্ধ হলে তাঁর প্রেস কাউন্সিলে অভিযোগ করার অধিকার রয়েছে। তা না করে ইকবালকে বহিষ্কার করে উপাচার্য ক্ষমতার অপব্যবহার করেছেন।

নোটিশে আরও বলা হয়, ইকবাল সংবাদকর্মী হিসেবে শুধু উপাচার্যের হুবহু বক্তব্য তুলে ধরেছেন, যার অডিও রেকর্ড তাঁর কাছে রয়েছে। ইকবালকে তাঁর অবস্থান ব্যাখ্যার জন্য নোটিশ না দিয়ে বহিষ্কারাদেশ ন্যায়বিচারের চূড়ান্ত লঙ্ঘন। এটি সংবিধানের পরিপন্থী।

গত ৩১ জুলাই উপাচার্যের বক্তব্যকে কেন্দ্র করে সংবাদটি প্রকাশ করা হয়। এরপর ২ আগস্ট সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক ও একটি জাতীয় দৈনিকের প্রতিনিধি ইকবাল মনোয়ারকে উপাচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

হাফ হাতা পোশাক পরে নামাজ আদায় করা যাবে কি?

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত