Ajker Patrika

‘পুলিশের জন্যই আওয়ামী লীগের আজকে এই অবস্থা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ মে ২০২২, ১৪: ০২
‘পুলিশের জন্যই আওয়ামী লীগের আজকে এই অবস্থা’

রাজনৈতিক পরিচয় দেওয়ার পরও গাড়ির কাগজপত্র পরীক্ষা করতে চাওয়ায় পুলিশের এক সার্জেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগের এক নেতার বিরুদ্ধে। আজ রোববার বেলা পৌনে ২টার দিকে বঙ্গভবন এলাকার এক পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে। ওই নেতা হলেন ঢাকা দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম। 

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, চেকপোস্টে সার্জেন্ট একটি মোটরসাইকেল আটকান। কারণ মোটরসাইকেলের পেছনের সিটে বসা যাত্রীর মাথায় হেলমেট ছিল না। পরে সার্জেন্ট মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। এ সময় তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। 

ঘটনাস্থলে দায়িত্বরত ছিলেন মতিঝিল জোনের পুলিশ সার্জেন্ট কামরুজ্জামান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হেলমেটবিহীন একটা মোটরসাইকেল যাচ্ছিল, চেকপোস্টে আমি সিগন্যাল দেই। গাড়ির কাগজ দেখতে চাইলে আমাকে পরিচয় দেন তিনি দক্ষিণ মহানগর যুবলীগের সেক্রেটারি। এটা শুনে এবং গাড়ির কাগজ দেখে আমি ছেড়ে দেই। এরপর ওই মোটরসাইকেলের চালক আমাকে হুমকি-ধমকি দিতে শুরু করেন। আমার অপরাধ হলো—পরিচয় দেওয়ার পরও আমি কেন কাগজ দেখতে চাইলাম। এটা নিয়ে চালক আমার সাথে রাগান্বিতভাবে কথা বলতে শুরু করেন। চালক বলেন, পুলিশের জন্যই আওয়ামী লীগের আজকে এই অবস্থা। এর মধ্যেই রিকশা নিয়ে আরও চার-পাঁচজন ছেলে আইসা পড়ে।’ 

সার্জেন্ট কামরুজ্জামান আরও বলেন, ‘আমরাও তো আসলে অনেক নিরাপত্তাহীনতায় ভুগি! আমাদের ডিউটি পোস্টে চারজন ডিউটি করা অবস্থায় যেরকম একটা ভাব, তারপর ডিউটি শেষে আমি যখন বাসায় যাব, তখন আমার কী নিরাপত্তা? আমি তো আসলে চিনি না। চিনলে হয়তো আমি সিগন্যালও দিতাম না!’ 

পরিস্থিতি সম্পর্কে সার্জেন্ট বলেন, ‘শুধু গাড়ির কাগজ দেখতে চাইছি, তাতেই যে অবস্থা! তাহলে মামলা দিলে তো আর বাড়িতে ফিরতে পারতাম না বলে মনে হয়।’ 

এ অভিযোগের বিষয়ে জানতে ঢাকা দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঙ্গে কথা বলা হয় আজকের পত্রিকার পক্ষ থেকে। তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। রেজাউল করিম বলেন, ‘আমি মিটিং করে আসার সময় একটা মোটরসাইকেল নিয়ে ঝামেলা হয়। আমি চালাচ্ছিলাম না, পেছনে বসা ছিলাম। গাড়ির কাগজপত্র চেক করছে।’ তবে হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন রেজাউল করিম।

পুলিশ সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত