Ajker Patrika

পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার ঢাবির ২ ছাত্রলীগ নেতা

ঢাবি প্রতিনিধি
গ্রেপ্তার দুই শিক্ষার্থী। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার দুই শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের দুই নেতা। আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা তাঁদের আটক করে প্রক্টরিয়াল মোবাইল টিমকে খবর দিলে পুলিশ ও প্রক্টরিয়াল টিম এসে তাঁদের শাহবাগ থানায় নিয়ে যায়।

গ্রেপ্তার দুজন হলেন—ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের বিজয় একাত্তর হল শাখার শীর্ষপদপ্রত্যাশী আবুল হাসান সাইদি এবং নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের ঢাবি শাখার উপদপ্তর সম্পাদক কাজী শিহাব উদ্দিন তৈমুর।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুজন পরীক্ষা দিতে এলে অন্য শিক্ষার্থীরা আপত্তি জানান। তখন তাঁদের আলাদা কক্ষে রাখা হয়। পরে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল টিমকে জানায়। পরে প্রক্টরিয়াল টিম ও পুলিশ আসে। তাঁদের শাহবাগ থানায় নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘গ্রেপ্তার দুই ছাত্রের নামে মামলা রয়েছে। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত