Ajker Patrika

ছিনতাইয়ে বাধা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ছাত্রীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১২: ৩৩
ছিনতাইয়ে বাধা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ছাত্রীকে কুপিয়ে জখম

রাজধানীর আফতাবনগরে ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় অপূর্ণা আক্তার ইতি নামের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। গতকাল রোববার রাতে আফতাবনগরের বি ও সি ব্লকের মাঝামাঝি সিরাজ কনভেনশনের সামনে এই ঘটনা ঘটে। রাতেই তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে উল্লেখ করে তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে গত রাতেই। প্রাথমিকভাবে এটাকে ছিনতাইয়ের ঘটনা মনে হচ্ছে ৷ ঘটনার সঙ্গে যুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। 

আহত তরুণী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২০২০-২১ বর্ষের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে ৷ 

ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে যান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী কামরুল হাসান শাকিব।  তিনি বলেন, ‘আমি যখন যাই তখন আহত তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ আমি রাস্তায় জমাট বেঁধে থাকা রক্ত দেখেছি ৷ স্থানীয় দোকানদার ও রিকশাচালকদের থেকে শুনেছি, ওই তরুণী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন চার-পাঁচজন যুবক এসে তাঁর গতিরোধ করে ৷ তাঁর কাছে মোবাইল ও টাকাপয়সা ছিনিয়ে নিতে ধস্তাধস্তি করে ৷ একপর্যায়ে যুবকেরা ওই তরুণীকে চাপাতি দিয়ে উপর্যুপরি কোপায়। পরে জেনেছি আহত তরুণী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ৷’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত