সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক ফাঁসির আদেশপ্রাপ্ত তিন কয়েদিকে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল বুধবার নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) সনদ বড়ুয়া সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
গ্রেপ্তার কয়েদিরা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের নয়াগাঁও এলাকার মোসাদ্দেক সাদেক আলী (৩২) ও একই এলাকার মো. জাকারিয়া (৩২) মুন্সিগঞ্জ সদরের চরমুক্তারপুরের মো. জুলহাস দেওয়ান (৪৫)।
র্যাব জানায়, গত ৬ আগস্ট বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দীরা বিদ্রোহ করেন। বিদ্রোহের সময় বন্দীরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কারারক্ষীরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে বন্দীরা কারারক্ষীদের ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁরা চলমান দাঙ্গা-হাঙ্গামার মধ্যে দক্ষিণ অংশের পেরিমিটার ওয়াল ভেঙে গর্ত করতে থাকলে তা প্রতিহত করা হয়। এ প্রতিহতকালীন সময়ে অন্য দিকে কারা অভ্যন্তরের বৈদ্যুতিক খুঁটি ওপরে ফেলে মই বানিয়ে পশ্চিম দিকের দেয়াল টপকে ২০৩ জন বন্দী পালিয়ে যান এবং এই ঘটনায় বুলেট ইনজুরিতে ৬ জন বন্দী মারা যান।
গ্রেপ্তার কয়েদি মোসাদ্দেক ও জাকারিয়াকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, ২০০৮ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন নয়াগাঁও এলাকায় জনৈক বারেক চৌধুরী নামক এক ব্যক্তির বাড়িতে হাঁস ও মুরগি চুরির ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে বারেক চৌধুরীর বাড়িতে একটি সালিস হয়। সালিসে শামীম ভূঁইয়া, মোসাদ্দেক আলী ও জাকারিয়া চুরির সঙ্গে জড়িত বলে একই গ্রামের ফজলুল মোল্লার ছেলে মো. শামীম সাক্ষ্য দেন। চুরির ঘটনায় সাক্ষী দেওয়ার কারণে শামীমকে ক্রোধের বশবর্তী হয়ে হত্যার পরিকল্পনা করা হয়। এরই ধারাবাহিকতায় ২০০৮ সালের ২৯ মার্চ রাতে শামীম ভূঁইয়া ও তাঁর সহযোগী মোসাদ্দেক এবং জাকারিয়া মিলে শামীমকে নয়াগাঁও গ্রামের পারিবারিক গোরস্থানে ডেকে নিয়ে যান। সেখানে শামীম ভূঁইয়া ও জাকারিয়া ভিকটিমের হাত-পা চেপে ধরেন এবং মোসাদ্দেক ভিকটিমকে ছুরি দিয়ে জবাই করে লাশ ফেলে পালিয়ে যান।
ওই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ২০০৮ সালের ৩০ মার্চ আড়াইহাজার থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ ২০১৩ সালের ১২ জুন তাঁদেরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। গ্রেপ্তার আসামি মোসাদ্দেক আলীকে ২০০৮ সালের ৬ এপ্রিল এবং জাকারিয়াকে ৩ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা কারাগারে এবং পরবর্তীতে দুজনকেই ২০১৩ সালের ১৮ জুন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত অপর আসামি মো. জুলহাস দেওয়ানকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। ঘটনার দিন শিশু সন্তান সাহাদ অনেক অসুস্থ ছিলেন। ২০১৪ সালের ১৩ অক্টোবর তাঁকে চিকিৎসক দেখানোর কথা বলে বাবা মো. জুলহাস দেওয়ান মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুরের নিজ বাড়ি থেকে নিয়ে যান। এরপর থেকে জুলহাস ও সাহাদ নিরুদ্দেশ ছিলেন। নিখোঁজ থাকার তিন দিন পর জুলহাসের সন্ধান পাওয়া যায়। এ সময় ছেলের কথা জিজ্ঞেস করলে ছেলে হারিয়ে গেছে বলে বিভিন্ন অজুহাতের আশ্রয় নেন সাহাদের বাবা। এতে সন্দেহ হলে তাঁকে মুক্তারপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে বাবা স্বীকার করেন যে তিনি সাহাদকে হত্যা করেছেন। নিহতের বাবার স্বীকারোক্তি মতে ২০১৪ সালের ১৬ অক্টোবর সাহাদের লাশ নারায়ণগঞ্জ কয়লাঘাটা এলাকায় একটি মুরগি ফার্মের পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে স্ত্রী তানিয়া বেগম বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দাম্পত্য কলহের জেরে নিজের পাঁচ বছরের শিশুসন্তান সাহাদকে হত্যার দায়ে মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ ২০১৮ সালের ৯ অক্টোবর জুলহাসকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। তাঁকে ২০১৪ সালের ১৬ অক্টোবর মুন্সিগঞ্জ জেলা কারাগার এবং ২০১৮ সালের ২৬ নভেম্বর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার আসামি মো. জুলহাস দেওয়ানের বিরুদ্ধে হত্যা মামলাসহ ৫টি মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতক সব আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক ফাঁসির আদেশপ্রাপ্ত তিন কয়েদিকে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল বুধবার নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) সনদ বড়ুয়া সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
গ্রেপ্তার কয়েদিরা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের নয়াগাঁও এলাকার মোসাদ্দেক সাদেক আলী (৩২) ও একই এলাকার মো. জাকারিয়া (৩২) মুন্সিগঞ্জ সদরের চরমুক্তারপুরের মো. জুলহাস দেওয়ান (৪৫)।
র্যাব জানায়, গত ৬ আগস্ট বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দীরা বিদ্রোহ করেন। বিদ্রোহের সময় বন্দীরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কারারক্ষীরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে বন্দীরা কারারক্ষীদের ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁরা চলমান দাঙ্গা-হাঙ্গামার মধ্যে দক্ষিণ অংশের পেরিমিটার ওয়াল ভেঙে গর্ত করতে থাকলে তা প্রতিহত করা হয়। এ প্রতিহতকালীন সময়ে অন্য দিকে কারা অভ্যন্তরের বৈদ্যুতিক খুঁটি ওপরে ফেলে মই বানিয়ে পশ্চিম দিকের দেয়াল টপকে ২০৩ জন বন্দী পালিয়ে যান এবং এই ঘটনায় বুলেট ইনজুরিতে ৬ জন বন্দী মারা যান।
গ্রেপ্তার কয়েদি মোসাদ্দেক ও জাকারিয়াকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, ২০০৮ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন নয়াগাঁও এলাকায় জনৈক বারেক চৌধুরী নামক এক ব্যক্তির বাড়িতে হাঁস ও মুরগি চুরির ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে বারেক চৌধুরীর বাড়িতে একটি সালিস হয়। সালিসে শামীম ভূঁইয়া, মোসাদ্দেক আলী ও জাকারিয়া চুরির সঙ্গে জড়িত বলে একই গ্রামের ফজলুল মোল্লার ছেলে মো. শামীম সাক্ষ্য দেন। চুরির ঘটনায় সাক্ষী দেওয়ার কারণে শামীমকে ক্রোধের বশবর্তী হয়ে হত্যার পরিকল্পনা করা হয়। এরই ধারাবাহিকতায় ২০০৮ সালের ২৯ মার্চ রাতে শামীম ভূঁইয়া ও তাঁর সহযোগী মোসাদ্দেক এবং জাকারিয়া মিলে শামীমকে নয়াগাঁও গ্রামের পারিবারিক গোরস্থানে ডেকে নিয়ে যান। সেখানে শামীম ভূঁইয়া ও জাকারিয়া ভিকটিমের হাত-পা চেপে ধরেন এবং মোসাদ্দেক ভিকটিমকে ছুরি দিয়ে জবাই করে লাশ ফেলে পালিয়ে যান।
ওই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ২০০৮ সালের ৩০ মার্চ আড়াইহাজার থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ ২০১৩ সালের ১২ জুন তাঁদেরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। গ্রেপ্তার আসামি মোসাদ্দেক আলীকে ২০০৮ সালের ৬ এপ্রিল এবং জাকারিয়াকে ৩ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা কারাগারে এবং পরবর্তীতে দুজনকেই ২০১৩ সালের ১৮ জুন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত অপর আসামি মো. জুলহাস দেওয়ানকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। ঘটনার দিন শিশু সন্তান সাহাদ অনেক অসুস্থ ছিলেন। ২০১৪ সালের ১৩ অক্টোবর তাঁকে চিকিৎসক দেখানোর কথা বলে বাবা মো. জুলহাস দেওয়ান মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুরের নিজ বাড়ি থেকে নিয়ে যান। এরপর থেকে জুলহাস ও সাহাদ নিরুদ্দেশ ছিলেন। নিখোঁজ থাকার তিন দিন পর জুলহাসের সন্ধান পাওয়া যায়। এ সময় ছেলের কথা জিজ্ঞেস করলে ছেলে হারিয়ে গেছে বলে বিভিন্ন অজুহাতের আশ্রয় নেন সাহাদের বাবা। এতে সন্দেহ হলে তাঁকে মুক্তারপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে বাবা স্বীকার করেন যে তিনি সাহাদকে হত্যা করেছেন। নিহতের বাবার স্বীকারোক্তি মতে ২০১৪ সালের ১৬ অক্টোবর সাহাদের লাশ নারায়ণগঞ্জ কয়লাঘাটা এলাকায় একটি মুরগি ফার্মের পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে স্ত্রী তানিয়া বেগম বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দাম্পত্য কলহের জেরে নিজের পাঁচ বছরের শিশুসন্তান সাহাদকে হত্যার দায়ে মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ ২০১৮ সালের ৯ অক্টোবর জুলহাসকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। তাঁকে ২০১৪ সালের ১৬ অক্টোবর মুন্সিগঞ্জ জেলা কারাগার এবং ২০১৮ সালের ২৬ নভেম্বর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার আসামি মো. জুলহাস দেওয়ানের বিরুদ্ধে হত্যা মামলাসহ ৫টি মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতক সব আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
কৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
১ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সাদাপাথরে লুটে আলোচনা-সমালোচনার সপ্তাহখানেক পর শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীর বাদী হয়ে এই মামল
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী বিওপি এলাকার আলীমনগর ঘাট থেকে এক যুবককে মাদকসহ আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসী পাল্টাপাল্টি দাবি করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের কোথালীপাড়া এলাকায় চারজন বিজিবি সদস্য রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহমেদ টুটুলকে (৩০) আটক করে
৩ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৪ ঘণ্টা আগে