Ajker Patrika

বিমানবন্দর এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারী নিহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১২: ২৩
বিমানবন্দর এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারী নিহত

রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৬৫ বছর। বিমানবন্দর থানার কাওলা রেলগেট এলাকায় গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আলী আকবর।

উপপরিদর্শক আলী আকবর আজ শনিবার সকালে আজকের পত্রিকাকে বলেন, ‘কাওলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। তাঁর পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শানু মং বলেন, ‘নিহত নারীর মরদেহ কমলাপুর রেলওয়ে থানায় রাখা হয়েছে। আঙুলের ছাপের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত