Ajker Patrika

মিরপুরের সাহিনুদ্দিন হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুরের সাহিনুদ্দিন হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

পল্লবীতে চাঞ্চল্যকর সাহিনুদ্দিন হত্যার ঘটনায় জড়িত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার রাত তিনটায় নরসিংদীর রায়পুরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতের নাম কিবরিয়া ওরফে মো. গোলাম কিবরিয়া খান।

গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তফা কামাল জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে রায়পুরা উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকা হতে কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়। কিবরিয়া সাহিনুদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। 
কিবরিয়াসহ এ পর্যন্ত সাহিনুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ৮ জন ও তদন্তে প্রাপ্ত ৫ জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।

এজাহারভুক্ত গ্রেপ্তারকৃতরা হলেন, এম এ আওয়াল, সুমন ব্যাপারী, মো. টিটু, মো. দিপু, বাবু ওরফে বাইট্টে বাবু, মো. মুরাদ, কালু ও কিবরিয়া। এ ছাড়া তদন্তে প্রাপ্ত গ্রেপ্তারকৃতরা হলেন, রকি তালুকদার, নুর মোহাম্মদ হাসান, ইকবাল, শরীফ ও মঞ্জুরুল হাসান বাবু। 

প্রসঙ্গত, লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ আউয়ালের পল্লবীর আলীনগর প্রজেক্টের বাউন্ডারি গেইট ও পিলার তৈরি কার্যক্রম পরিচালনার সময় সাহিনুদ্দিনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সাহিনুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুমনকে নির্দেশ দেন আওয়াল। আওয়ালের নির্দেশনা অনুযায়ী সুমনের নেতৃত্বে হত্যা পরিকল্পনা করা হয়। এর জন্য প্রাথমিকভাবে ২০ হাজার টাকা দেওয়া হয় হত্যাকারীদের। গত ১৬ মে বিকেলে সন্ত্রাসীরা জায়গা-জমির বিরোধের বিষয়ে মীমাংসার কথা বলে সাহিনুদ্দিনকে পল্লবী থানার ডি ব্লকের একটি গ্যারেজের ভেতর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় সাহিনুদ্দিনের মা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত