Ajker Patrika

শ্রীপুরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ২০: ৪৮
শ্রীপুরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তের নাম নাঈম। গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে উপজেলার জসিমের দোকানের সামনে আসা মাত্রই ওই ছাত্রীকে অপহরণ করে নাঈম ও তার সহযোগীরা। 

এ ঘটনায় অপহৃত স্কুলছাত্রীর মা নাঈম (১৮) ও তার বাবা আলমাছকে (৫২) অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামের বাসিন্দা। 

পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। থানায় করা লিখিত অভিযোগপত্র থেকে জানা গেছে, স্কুলে আসা-যাওয়ার পথে নাঈম ওই ছাত্রীকে বিভিন্ন কু-প্রস্তাব দেওয়াসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। পারিবারিকভাবে তাঁকে নিষেধ করেও কাজ হয়নি। 

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় আনা হবে। অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত