রাজবাড়ী প্রতিনিধি
ফেরি সংকটের কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চালক ও যাত্রীদের ভোগান্তি লেগেই আছে। বেশ কিছুদিন ধরে এই রুটে দীর্ঘ যানজটের কারণে ফেরিতে উঠতে প্রতিটা যাত্রীবাহী পরিবহনকে ৮ থেকে ৯ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। ফলে ফেরি পারাপারে দুর্ভোগের শেষ নেই চালক ও যাত্রীদের।
সরেজমিন গিয়ে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৪ কিলোমিটার এলাকায় যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন। এ ছাড়া ঘাট থেকে ১৩ কিলোমিটার দূরে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে রয়েছে ৩ কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাক। ফলে যাত্রীবাহী পরিবহনকে ৮ থেকে ৯ ঘণ্টা সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। আর পণ্যবাহী ট্রাকগুলোকে অপেক্ষায় থাকতে হচ্ছে দুই থেকে তিন দিন পর্যন্ত।
এ বিষয়ে যাত্রী মোহাম্মদ হারুনুর রসিদ বলেন, আমি গতকাল শনিবার দিবাগত রাত একটায় দৌলতদিয়া ফেরি ঘাটে এসেছি। আজ রোববার সকাল ১০টায়ও ফেরিতে উঠতে পারিনি। সারা রাত নির্ঘুম কাটিয়েছি। সকাল ৯টায় আমার গাজিপুরে থাকার কথা ছিল কিন্তু এখনো ঘাটেই রয়ে গেছি।
আরেক যাত্রী ইকরামুল বলেন, আমার ভাইয়ের অপারেশন। ভাইকে দেখতে ঢাকায় যাচ্ছিলাম। কিন্তু রাত একটা থেকে ফেরিঘাটে আটকে রয়েছি। আমার সঙ্গে থাকা শিশুটি বমি করতে করতে ক্লান্ত হয়ে গেছে।
বিনা রানি নামে এক নারী যাত্রী বলেন, সারা রাত বাসে বসে আছি। পুরুষেরা মাঝে মধ্যেই বাস থেকে নেমে হাঁটাহাঁটি করছে। কিন্তু আমাদের সে ব্যবস্থাও নেই। ঘাট এলাকায় নেই শৌচাগারের ভালো ব্যবস্থা। ফলে আমাদের ভোগান্তি চরমে উঠেছে।
ঘাটের দুর্ভোগ নিয়ে ট্রাক চালক হোসেন আলী বলেন, দুই দিন ধরে ঘুমাই না। গাড়িতেই বসে থাকি স্টিয়ারিং ধরে। একটু আগাই আবার বন্ধ করি। এভাবেই সারা রাতে তিন কিলোমিটার পথ পাড়ি দিছি। কখন যেন গাড়িতেই ঘুমিয়ে পড়েছি জানি না।
কামাল হোসেন নামে আরেক ট্রাক চালক বলেন, ফেরি না চলায় যাত্রীদের এই ভোগান্তি। দুই দিন ধরে আটকে আছি। সময় মত ঘুম, খাওয়া, গোসল কোনোটায় হয়নি। যেকোনো সময় অসুস্থ হয়ে পরব।
ফেরি ঘাটের সমস্যা নিয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, এই রুটে ছোট বড় মিলে ২০ ফেরি রয়েছে। এর মধ্যে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বাকি ফেরিগুলো যান্ত্রিক ত্রুটির কারণে নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। ফলে ঘাট এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে। নতুন করে ফেরি যোগ না হলে এই যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে না। তারপরও মানুষের ভোগান্তি কমাতে যাত্রীবাহী পরিবহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
ফেরি সংকটের কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চালক ও যাত্রীদের ভোগান্তি লেগেই আছে। বেশ কিছুদিন ধরে এই রুটে দীর্ঘ যানজটের কারণে ফেরিতে উঠতে প্রতিটা যাত্রীবাহী পরিবহনকে ৮ থেকে ৯ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। ফলে ফেরি পারাপারে দুর্ভোগের শেষ নেই চালক ও যাত্রীদের।
সরেজমিন গিয়ে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৪ কিলোমিটার এলাকায় যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন। এ ছাড়া ঘাট থেকে ১৩ কিলোমিটার দূরে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে রয়েছে ৩ কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাক। ফলে যাত্রীবাহী পরিবহনকে ৮ থেকে ৯ ঘণ্টা সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। আর পণ্যবাহী ট্রাকগুলোকে অপেক্ষায় থাকতে হচ্ছে দুই থেকে তিন দিন পর্যন্ত।
এ বিষয়ে যাত্রী মোহাম্মদ হারুনুর রসিদ বলেন, আমি গতকাল শনিবার দিবাগত রাত একটায় দৌলতদিয়া ফেরি ঘাটে এসেছি। আজ রোববার সকাল ১০টায়ও ফেরিতে উঠতে পারিনি। সারা রাত নির্ঘুম কাটিয়েছি। সকাল ৯টায় আমার গাজিপুরে থাকার কথা ছিল কিন্তু এখনো ঘাটেই রয়ে গেছি।
আরেক যাত্রী ইকরামুল বলেন, আমার ভাইয়ের অপারেশন। ভাইকে দেখতে ঢাকায় যাচ্ছিলাম। কিন্তু রাত একটা থেকে ফেরিঘাটে আটকে রয়েছি। আমার সঙ্গে থাকা শিশুটি বমি করতে করতে ক্লান্ত হয়ে গেছে।
বিনা রানি নামে এক নারী যাত্রী বলেন, সারা রাত বাসে বসে আছি। পুরুষেরা মাঝে মধ্যেই বাস থেকে নেমে হাঁটাহাঁটি করছে। কিন্তু আমাদের সে ব্যবস্থাও নেই। ঘাট এলাকায় নেই শৌচাগারের ভালো ব্যবস্থা। ফলে আমাদের ভোগান্তি চরমে উঠেছে।
ঘাটের দুর্ভোগ নিয়ে ট্রাক চালক হোসেন আলী বলেন, দুই দিন ধরে ঘুমাই না। গাড়িতেই বসে থাকি স্টিয়ারিং ধরে। একটু আগাই আবার বন্ধ করি। এভাবেই সারা রাতে তিন কিলোমিটার পথ পাড়ি দিছি। কখন যেন গাড়িতেই ঘুমিয়ে পড়েছি জানি না।
কামাল হোসেন নামে আরেক ট্রাক চালক বলেন, ফেরি না চলায় যাত্রীদের এই ভোগান্তি। দুই দিন ধরে আটকে আছি। সময় মত ঘুম, খাওয়া, গোসল কোনোটায় হয়নি। যেকোনো সময় অসুস্থ হয়ে পরব।
ফেরি ঘাটের সমস্যা নিয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, এই রুটে ছোট বড় মিলে ২০ ফেরি রয়েছে। এর মধ্যে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বাকি ফেরিগুলো যান্ত্রিক ত্রুটির কারণে নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। ফলে ঘাট এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে। নতুন করে ফেরি যোগ না হলে এই যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে না। তারপরও মানুষের ভোগান্তি কমাতে যাত্রীবাহী পরিবহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১৩ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৫ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে