Ajker Patrika

সাভারে পুলিশের এসআই পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত কারাগারে

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২০: ০৮
সাভারে পুলিশের এসআই পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত কারাগারে

সাভারের আশুলিয়ায় পুলিশের এসআই পরিচয়ে ডিসি অফিসে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল সোমবার রাতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) বিপুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার মো. ইকরাম সরদার ফরিদপুরের প্রতাপ সিংহ গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার মধুপুর বড়টেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। 

মামলা সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রিনা আক্তার নামে ভুক্তভোগী ও তাঁর শাশুড়ি রিনা বেগম সাভার থেকে আশুলিয়ায় বাসে করে বাসায় ফেরার সময় ইকরাম সরদারের সঙ্গে পরিচয় হয়। নিজেকে আশুলিয়া থানার এসআই পরিচয় দিয়ে তাঁদের সঙ্গে সম্পর্ক করেন। একপর্যায়ে রিনা আক্তারের স্বামীকে ডিসি অফিসে ভালো চাকরি দেওয়ার কথা বলে প্রথমে বিকাশের মাধ্যমে ১৩ হাজার টাকা হাতিয়ে নেন। এরপর চাকরি হয়ে গেছে বলে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করে তাঁদের বাসায় এসে চাপ দিতে থাকেন। এ সময় ইকরামকে চাকরির নিয়োগপত্র দেখাতে বললে তিনি টালবাহানা করতে থাকে। এতে তাঁদের সন্দেহ হলে পুলিশকে জানানো হয়। 

এ বিষয়ে আশুলিয়া থানার (উপপরিদর্শক) এসআই বিপুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি সরলতার সুযোগ নিয়ে সম্পর্ক করেন ভুক্তভোগী পরিবারের সঙ্গে। পরে নিজেকে আশুলিয়া থানার এসআই পরিচয়ে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ করেন।’ 

তিনি আরও বলেন, ‘পরে আরও টাকা নিতে বাসায় এসে চাপ দেন। সন্দেহ হলে ৯৯৯-এ ফোন দেন ভুক্তভোগীরা। ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করা হয়। তথ্য নিয়ে দেখা যায়, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় আগে আরও ছয়টি মামলা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত