উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর তুরাগে পুলিশকে হামলাকারী দুজনকে আটক করেছে পুলিশ। এদিকে মূল হোতা আব্দুর রউফ হাতে ছুরি ও এসএস পাইপ নিয়ে টিনের চালে অবস্থান করছেন। তিনি নেশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাকে শান্ত করতে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে।
তুরাগের ফুলবাড়িয়া বাজারসংলগ্ন ১ নম্বর সড়কের ৫২ নম্বর বাসার চতুর্থ তলা ভবন থেকে শুক্রবার দিবাগত রাত ১২টা ১৪ মিনিটে ওই দুজনকে আটক করা হয়।
এর আগে তুরাগের ফুলবাড়িয়া বাজারসংলগ্ন ওই বাড়িতে আজ রাত ৮টার দিকে তুরাগ থানার এসআই শাহিনুর রহমানকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে, এরপর সেখান থেকে কুর্মিটোলা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
মূল হামলাকারী আব্দুর রউফকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শান্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তার হাতে একটি ছুরি ও একটি এসএস পাইপ রয়েছে। ছুরি ও পাইপ নিয়ে ওই হামলাকারী টিনের চালে অবস্থান করছে।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই হামলাকারীকে আটক করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরিবারের সদস্য, স্থানীয় নেতা-কর্মী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ মো. নাসির উদ্দিন ও পুলিশ কর্মকর্তারা তাঁকে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু কোনো অবস্থাতেই হামলাকারী শুনছেন না। সর্বশেষ তাকে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে বলে একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
ঘটনাস্থলের ওই বাড়িতে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুত হাওলাদার, উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাইসুল ইসলাম ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. বদরুল হাসানসহ অন্যান্য পুলিশ সদস্যরাও রয়েছেন। সেই সঙ্গে ঘটনাস্থলের বাড়িটিকে ঘেরাও করে রেখেছেন পুলিশ সদস্যরা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
রাজধানীর তুরাগে পুলিশকে হামলাকারী দুজনকে আটক করেছে পুলিশ। এদিকে মূল হোতা আব্দুর রউফ হাতে ছুরি ও এসএস পাইপ নিয়ে টিনের চালে অবস্থান করছেন। তিনি নেশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাকে শান্ত করতে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে।
তুরাগের ফুলবাড়িয়া বাজারসংলগ্ন ১ নম্বর সড়কের ৫২ নম্বর বাসার চতুর্থ তলা ভবন থেকে শুক্রবার দিবাগত রাত ১২টা ১৪ মিনিটে ওই দুজনকে আটক করা হয়।
এর আগে তুরাগের ফুলবাড়িয়া বাজারসংলগ্ন ওই বাড়িতে আজ রাত ৮টার দিকে তুরাগ থানার এসআই শাহিনুর রহমানকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে, এরপর সেখান থেকে কুর্মিটোলা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
মূল হামলাকারী আব্দুর রউফকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শান্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তার হাতে একটি ছুরি ও একটি এসএস পাইপ রয়েছে। ছুরি ও পাইপ নিয়ে ওই হামলাকারী টিনের চালে অবস্থান করছে।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই হামলাকারীকে আটক করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরিবারের সদস্য, স্থানীয় নেতা-কর্মী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ মো. নাসির উদ্দিন ও পুলিশ কর্মকর্তারা তাঁকে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু কোনো অবস্থাতেই হামলাকারী শুনছেন না। সর্বশেষ তাকে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে বলে একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
ঘটনাস্থলের ওই বাড়িতে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুত হাওলাদার, উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাইসুল ইসলাম ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. বদরুল হাসানসহ অন্যান্য পুলিশ সদস্যরাও রয়েছেন। সেই সঙ্গে ঘটনাস্থলের বাড়িটিকে ঘেরাও করে রেখেছেন পুলিশ সদস্যরা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। গত দুই দিন ধরে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন
৩৫ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল আজ মঙ্গলবার (১৯ আগস্ট)। তবে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে।
১ ঘণ্টা আগেবাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করার প্রস্তাবের প্রতিবাদ এবং চারটি আসন বহাল রাখার দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
১ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুরের ছিনতাই চক্রের প্রধান বিল্লাল ওরফে অগ্নি বিল্লাল ওরফে ভাগনে বিল্লালকে (২৯) গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গতকাল সোমবার মধ্যরাতে সাভারের শামলাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির
১ ঘণ্টা আগে