Ajker Patrika

সিনহা হত্যা : তিন আসামির জামিন আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৮ জুন ২০২১, ২০: ৫৪
সিনহা হত্যা : তিন আসামির জামিন আবেদন খারিজ

ঢাকা: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় তিন আসামির জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চ্যুয়াল বেঞ্চ আবেদন খারিজ করে দেন।

আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন মাহবুবুর রহমান। শুনানির সময় আদালত জামিন নামঞ্জুর করতে চাইলে আইনজীবী আবেদনটি প্রত্যাহার করতে চান। পরে আদালত আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। পুলিশ সদস্য শাহজাহান আলী, রাজীব হোসেন ও আব্দুল্লাহ আল মাহমুদের পক্ষে জামিনের আবেদন করা হয়েছিল।

গত বছরের ৩১ জুলাই রাতে টেকনাফের শাপলা তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। এ ঘটনায় ওই বছরের ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনকে আসামি করে মামলা করেন।

মামলাটি আমলে নিয়ে র্যাবকে তদন্তের আদেশ দেন কক্সবাজারের আদালত। এরপর গত বছরের ৬ আগস্ট প্রধান আসামি লিয়াকত আলী ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। সেই থেকে তাঁরা কারাগারে আছেন। এরই মধ্যে এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অভিযোগও গঠন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত