Ajker Patrika

বিমানের সিটে সুকৌশলে লুকানো কোটি টাকার স্বর্ণ জব্দ

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১২: ৪৯
বিমানের সিটে সুকৌশলে লুকানো কোটি টাকার স্বর্ণ জব্দ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ এর অরুন আলো উড়োজাহাজের সিটের পাইপ থেকে সুকৌশলে লুকানো অবস্থায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণের বার জব্দ করা হয়েছে। 

দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি ৩৪৮ ফ্লাইটে রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আসা ওই উড়োজাহাজটিতে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার জব্দ করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের কর্মকর্তারা। 

পরবর্তীতে ঢাকা কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজ সোমবার আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন। 

শফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অত্যাধুনিক বিমান অরুন আলোতে অভিযান চালিয়ে ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ১৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার ওজন ১ কেজি ৮৫৬ গ্রাম। এসব স্বর্ণের বারগুলো বিমানটির ১৭ জে এবং ১৯জে সিটের নিচের পাইপের ভেতর সু-কৌশলে লুকায়িত অবস্থায় জব্দ করা হয়। 

শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে আসা ওই বিমানটি থেকে যাত্রী নেমে যাওয়ার পর হ্যাঙ্গার গেটে নিয়ে তল্লাশি করে এসব স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চোরাচালানের উদ্দেশ্যে সু-কৌশলে লুকায়িত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।

এ ঘটনায় বিমানবন্দর থানায় ঢাকা কাস্টমস হাউসের সহকারি রাজস্ব কর্মকর্তা জোহরা খানম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি ফৌজদারি মামলা কর হয়েছে। সেই সঙ্গে জব্দকৃত স্বর্ণের বারগুলো ঢাকা কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত