Ajker Patrika

ট্রলারডুবির ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১২: ৩৮
ট্রলারডুবির ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার 

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনার পঞ্চম দিনে মা-মেয়েসহ চারজনের মরদেহ ভেসে উঠেছে। আজ রোববার বক্তাবলী এলাকায় মরদেহগুলো ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল গিয়ে মরদেহ চারটি উদ্ধার করে। 

উদ্ধার হওয়া চারজনের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করেছে পরিবার। তাঁরা হলেন মা জেসমিন আক্তার (৩২) ও মেয়ে তাসফিয়া (২)। বাকি দুজনের পরিচয় শনাক্ত করতে নিখোঁজদের পরিবারে খবর দেওয়া হয়েছে। 

এর আগে ৫ জানুয়ারি সকালে একটি লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটলে এতে ৯ জন নিখোঁজ হন। এ ঘটনায় বুধবার ট্রলারটিকে ধাক্কা দেওয়া লঞ্চটি ও এর মাস্টার, ইনচার্জ ও সুকানিকে আটক করে নৌ পুলিশ। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত