Ajker Patrika

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু  

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৪: ২৯
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু  

গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. সোহাগ রহমান (৩৩) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।  

মৃত সোহাগের রহমান ঝিনাইদহ সদর এলাকার কানহরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে জয়দেবপুর রেলস্টেশনের উত্তর পাশের রেললাইনে কাজ করার কারণে একটি ট্রেন এসে সেখানে থামে। কিছুক্ষণ পর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা দেয়। এ সময় হঠাৎ সোহাগ রহমান ট্রেনের সামনে রেললাইনের ওপর শুয়ে পড়েন এবং ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর জয়দেবপুর রেলক্রসিংয়ের উত্তর পাশে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি মারা গেছেন। তবে তিনি আত্মহত্যা করেছেন কি না, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’ 

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ‘আজ সকাল পৌনে ১০টার দিকে খবর পাই যে জয়দেবপুর রেলক্রসিংয়ের একটু সামনে ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত