Ajker Patrika

জিগাতলায় বাসে আগুন, কলাবাগানে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ২৩: ৩৬
জিগাতলায় বাসে আগুন, কলাবাগানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর জিগাতলার বিজিবি সদর দপ্তরের মূল ফটকের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসে আগুনের ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। প্রায় একই সময়ে কলাবাগান রাসেল স্কয়ার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটনা নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ডিউটি অফিসার। তিনি বলেন, ‘জিগাতলায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অপরদিকে কলাবাগানে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে৷ ঘটনাস্থলে আমাদের ফোর্স পাঠানো হয়েছে।’

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, বুধবার রাত ৯ টা ২২ মিনিটে জিগাতলায় রমজান পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা আছে। আগুন নেভাতে মোহাম্মদপুর  ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করেছে।

বাসে আগুন দেওয়ার ঘটনায় ধানমন্ডি মডেল থানা-পুলিশ একজনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আশরাফ হোসেন। তিনি বলেন, ‘বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলমান রয়েছে। আটক হওয়া ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত