নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর জিগাতলার বিজিবি সদর দপ্তরের মূল ফটকের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসে আগুনের ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। প্রায় একই সময়ে কলাবাগান রাসেল স্কয়ার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷
বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটনা নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ডিউটি অফিসার। তিনি বলেন, ‘জিগাতলায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অপরদিকে কলাবাগানে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে৷ ঘটনাস্থলে আমাদের ফোর্স পাঠানো হয়েছে।’
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, বুধবার রাত ৯ টা ২২ মিনিটে জিগাতলায় রমজান পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা আছে। আগুন নেভাতে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করেছে।
বাসে আগুন দেওয়ার ঘটনায় ধানমন্ডি মডেল থানা-পুলিশ একজনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আশরাফ হোসেন। তিনি বলেন, ‘বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলমান রয়েছে। আটক হওয়া ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।’
রাজধানীর জিগাতলার বিজিবি সদর দপ্তরের মূল ফটকের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসে আগুনের ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। প্রায় একই সময়ে কলাবাগান রাসেল স্কয়ার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷
বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটনা নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ডিউটি অফিসার। তিনি বলেন, ‘জিগাতলায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অপরদিকে কলাবাগানে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে৷ ঘটনাস্থলে আমাদের ফোর্স পাঠানো হয়েছে।’
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, বুধবার রাত ৯ টা ২২ মিনিটে জিগাতলায় রমজান পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা আছে। আগুন নেভাতে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করেছে।
বাসে আগুন দেওয়ার ঘটনায় ধানমন্ডি মডেল থানা-পুলিশ একজনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আশরাফ হোসেন। তিনি বলেন, ‘বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলমান রয়েছে। আটক হওয়া ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।’
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
১০ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১৭ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৪১ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৪৪ মিনিট আগে