Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে নাসিক কাউন্সিলর সাদরিল গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২২: ২০
সিদ্ধিরগঞ্জে নাসিক কাউন্সিলর সাদরিল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের হেফাজতে ইসলামের হরতালে নাশকতার মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার নিজ কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাউন্সিলর সাদরিল নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের ছেলে। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, সাদরিল নাশকতার মামলার আসামি। তাঁকে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এ মামলায় ১০ অক্টোবর পর্যন্ত জামিনে ছিলেন তিনি। পরে নিম্ন আদলতে জামিনের আবেদন করলে আদালত এ বিষয়ে কোনো আদেশ দেননি। 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, সাদরিল হেফাজতে ইসলামের হরতালে সহিংসতা ঘটনায় করা মামলার আসামি এবং এ মামলায় জামিনে না থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় ৩ হাজার ৫৩৬ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত