Ajker Patrika

ইজতেমার ময়দানে মোবাইল নেটওয়ার্কে তীব্র সমস্যা 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ২১: ৩৫
ইজতেমার ময়দানে মোবাইল নেটওয়ার্কে তীব্র সমস্যা 

আলমি শুরার তত্ত্বাবধানে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। আজ বৃহস্পতিবার থেকেই ময়দানে মুসল্লির ঢল নেমেছে। ময়দান ও তার আশপাশের এলাকায় কয়েক লাখ মানুষ অবস্থান করছেন।

অন্যবারের মতো এবারও মোবাইল ফোন নেটওয়ার্কে সমস্যা দেখা দিয়েছে। প্রায় সব মোবাইল ফোন অপারেটরের একই অবস্থা। কল ড্রপ, ইন্টারনেটের গতিও তুলনামূলক কম। এতে ভোগান্তিতে পড়েছেন ময়দানে আগত মুসল্লি ও টঙ্গীর কয়েক লাখ মোবাইল ফোন ব্যবহারকারী।

আজ সন্ধ্যায় ময়দানের মুসল্লিদের সঙ্গে আলাপ করে জানা যায়, মোবাইল ফোনে কল করতে পারছেন না অনেকেই।

ফেনী জেলা থেকে আল আমিন এসেছেন ইজতেমা ময়দানে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করে কথা বলতে পারছেন না। ময়দান থেকে বেরিয়ে পুলিশ কন্ট্রোল রুমে গিয়ে টেলিফোনে (বিটিসিএল) পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

ময়দানের মূল বয়ান মঞ্চের পাশেই নির্ধারিত খিত্তায় অবস্থান করছেন মারজুক হাসান শিমুল। ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা এলাকা থেকে চিল্লা সাথিদের সঙ্গে ময়দানে এসেছেন। তিনি বলেন, ‘আজ বিকেল থেকে কল ও ইন্টারনেট ব্যবহার করতে পারছি না। এ সমস্যার সমাধান নেই।’

ইজতেমা উপলক্ষে অস্থায়ী ভিত্তিতে মোবাইল নেটওয়ার্ক স্থাপন না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত