Ajker Patrika

রাখাইনে বাংলাদেশ মিশন বন্ধ হচ্ছে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
রাখাইনে বাংলাদেশ মিশন বন্ধ হচ্ছে

সরকার মিয়ানমারের রাখাইনে অবস্থিত বাংলাদেশ মিশন বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে। রাখাইন রাজ্যের রাজধানী সিত্তেতে অবস্থিত মিশনের বাংলাদেশি কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারের মোট নয় সদস্যের মধ্যে তিনজন আজ রোববার ইয়াঙ্গুন পৌঁছেছেন। 

কূটনৈতিক কয়েকটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে। 

অন্য ছয়জনের আগামী মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ইয়াঙ্গুন পৌঁছানোর কথা রয়েছে বলে কূটনীতিকেরা জানান। 

এক ঊর্ধ্বতন কূটনীতিক বলেন, রাখাইনে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির (এএ) সশস্ত্র সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় মিশনটি বন্ধ করা হচ্ছে। 

রাখাইনে স্থানীয় সরকারি কর্তৃপক্ষকে মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে। 

নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে মিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সিত্তে ফিরে যাওয়ার কথা রয়েছে। সিত্তেতে অবস্থিত জাতিসংঘসহ বিভিন্ন বিদেশি মিশন নিজেদের কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের অন্যত্র সরিয়ে নিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত