Ajker Patrika

উদ্যোক্তা ও ভলান্টিয়ারদের সম্মাননা দিল ‘নিজের বলার মত একটা গল্প’ ফাউন্ডেশন

ফরিদপুর প্রতিনিধি
উদ্যোক্তা ও ভলান্টিয়ারদের সম্মাননা দিল ‘নিজের বলার মত একটা গল্প’ ফাউন্ডেশন

‘নিজের বলার মত একটা গল্প’ ফাউন্ডেশন ফরিদপুরের উদ্যোক্তা ও সেরা ভলান্টিয়ারদের সম্মাননা প্রদান করেছে। আজ শুক্রবার দুপুরে শহরের একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ‘নিজের বলার মত একটা গল্প’ ফাউন্ডেশন থেকে বিনা মূল্যে প্রশিক্ষণ নিয়ে সফল উদ্যোক্তাদের মধ্য থেকে ৩০ জনকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

অনুষ্ঠানে বক্তারা জানান, ঢাকা থেকে ২০১৮ সালে ১৬৪ জন উদ্যোক্তা নিয়ে এই ফাউন্ডেশন যাত্রা শুরু করে। এখন দেশব্যাপী এর ভলান্টিয়ার, উদ্যোক্তা, ক্রেতা-বিক্রেতার সংখ্যা ৫ লক্ষাধিক। এর মধ্যে লক্ষাধিক নারী রয়েছে। ফাউন্ডেশনটি প্রশিক্ষণের মাধ্যমে গত ৩ বছরে ৬০ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করেছে, যার মধ্যে ৫ হাজার নারী উদ্যোক্তা রয়েছেন। 

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রিন হাসপাতালের চেয়ারম্যান খন্দকার শামসুল আলম মঞ্জু, কো-চেয়ারম্যান শাহাদাত হোসেন, ডা. নাদিম যোবায়ের, ‘নিজের বলার মত একটি গল্প’ ফাউন্ডেশনের জেলা অ্যাম্বাসেডর সাইফুল ইসলাম মারুফ, ব্যবসায়ী আমিনুল ইসলাম প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত