Ajker Patrika

রাজপথে ছাত্র-জনতার ঢল, উল্লাস

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৫: ৩৭
রাজপথে ছাত্র-জনতার ঢল, উল্লাস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনে সমর্থন জানিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় উল্লাস করছে ছাত্র-জনতা। রাজধানীর শাহবাগ, উত্তরা, মহাখালী, রামপুরা, মিরপুর এলাকায় হাজার হাজার শিক্ষার্থী জমায়েত হয়ে উল্লাস করছে। 

আজ সোমবার দুপুরে সেনাবাহিনীর প্রধানের ভাষণের ঘোষণার পর থেকেই এ উল্লাস শুরু করে তারা। দুপুর ১টা ৩০ মিনিটের সময় সোহরাওয়ার্দী উদ্যান, পলাশী মোড়, নীলক্ষেত মোড় ও কাঁটাবন মোড় থেকে দলে দলে স্লোগান নিয়ে শাহবাগে জড়ো হয় ছাত্র-জনতা। 

এ দিকে সকাল থেকেই রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের উপস্থিতি ছিল। বিদেশগামী যাত্রী, রোগী ও জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। কিন্তু মুহূর্তের মধ্যে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকারীদের বড় বড় কয়েকটি মিছিল এসব চেকপোস্ট উপেক্ষা করে উত্তরার রাজপথ দখলে নেয়। 

গাজীপুর থেকে শত শত মানুষের একটি বড় মিছিল এসে আবদুল্লাহপুরের দিকে প্রবেশ করলে চেকপোস্টে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ছেড়ে দিতে বাধ্য হন। পরে বিএনএস সেন্টারে কয়েক শ বিক্ষোভকারী আসলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা চেকপোস্ট সরিয়ে নেন। আন্দোলনকারীদের তোপের মুখে পিছু হটে পুলিশও। সেই সঙ্গে সেনাসদস্যরা তাঁদের তারের বেড়া ও আগে থেকে রাখা সাঁজোয়া যান একপাশে সরিয়ে ফেলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত