Ajker Patrika

মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় ২ জন রিমান্ডে 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় ২ জন রিমান্ডে 

রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই জন ওয়ালিউল্যাহ (২০) ও ইয়াসিন আরাফাতকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশ বলছে তারা দুজনেই ইসলামী ছাত্র শিবিরের কর্মী।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রক্ষচারী আজ বুধবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

পরিদর্শক প্রার্থ প্রতিম বলেন, ‘পুলিশের উপর হামলার ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দুই কর্মী ওয়ালিউল্যাহ ও ইয়াসিন আরাফাতকে সাত দিনের রিমান্ডের আবেদন করে বুধবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। পরবর্তীতে বিচারক শুনানি শেষে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এর আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুরে মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকা মহানগরীর সিরাতুন্নবী (সা.) উদযাপন কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলাম বাংলাদেশ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। পরে বিক্ষোভ মিছিলটি হাউজবিল্ডিং এলাকায় গিয়ে সমাপ্ত হয়।

বিক্ষোভকারীদের দাবি, রাজধানীর উত্তরার জসিম উদ্দিন সড়কে গত রোববার (৯ অক্টোবর) জাতীয় সিরাত কমিটির উদ্যোগে ভ্রাম্যমাণ নাতে রাসূল (সা.) পরিবেশনের সময় ৬ জন শিল্পীসহ নয় জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিলটি করা হয়।

পরবর্তীতে ওসি মোহাম্মদ মহসীন বলেন, দুপুরে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআই মেহেদী হাসান এবং কনস্টেবল রফিকুল ইসলাম আহত হয়েছেন। পরে সেখান থেকে ওয়ালিউল্যাহ (২০) ও ইয়াসিন আরাফাত (১৯) নামের দুইজনকেপ্তার করা হয়েছে। পুলিশের উপর হামলা ও সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগে উত্তরা পশ্চিম। থানায় একটি মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত