Ajker Patrika

শাবিপ্রবি ভিসির পদত্যাগ চেয়ে ঢাবিতে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৩: ৩৮
শাবিপ্রবি ভিসির পদত্যাগ চেয়ে ঢাবিতে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ফরিদ উদ্দীনের পদত্যাগ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ’ পালন করে ছাত্রদল। এ সময় এ দাবি জানায় তারা। 

সমাবেশে বিএনপিপন্থী অবসরপ্রাপ্ত ঢাবি শিক্ষক অধ্যাপক তাজমেরী ইসলামের গ্রেপ্তার হওয়ার প্রসঙ্গ টেনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘আমরা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তাজমেরী ইসলামের নামে মিথ্যা মামলা দিয়ে তাঁকে জেলখানায় পাঠানো হয়েছে। এর আগে আমাদের শিক্ষক মোর্শেদ স্যারকে শুধু জাতীয়বাদী আদর্শে বিশ্বাসের জন্য চাকরিচ্যুত করা হয়েছে। এই স্বৈরাচারী সরকারের আমলে এভাবেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নির্যাতনের শিকার হতে দেখেছি।’ 

ছাত্রদলের সভাপতি বলেন, ‘অবশেষে আমরা দেখলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যখন তাঁদের যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন, তখন শাবিপ্রবি ছাত্রলীগ ও পুলিশ প্রশাসন তাঁদের ওপর হামলা করেছে, আহত করা হয়েছে, নির্বিচারে গুলি করেছে। পরে তাঁদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করেছে। আমরা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। 

এমনকি ভিসি পদত্যাগ না করলে শিক্ষার্থীদের নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ফজলুর রহমান খোকন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত