ঢাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ফরিদ উদ্দীনের পদত্যাগ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ’ পালন করে ছাত্রদল। এ সময় এ দাবি জানায় তারা।
সমাবেশে বিএনপিপন্থী অবসরপ্রাপ্ত ঢাবি শিক্ষক অধ্যাপক তাজমেরী ইসলামের গ্রেপ্তার হওয়ার প্রসঙ্গ টেনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘আমরা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তাজমেরী ইসলামের নামে মিথ্যা মামলা দিয়ে তাঁকে জেলখানায় পাঠানো হয়েছে। এর আগে আমাদের শিক্ষক মোর্শেদ স্যারকে শুধু জাতীয়বাদী আদর্শে বিশ্বাসের জন্য চাকরিচ্যুত করা হয়েছে। এই স্বৈরাচারী সরকারের আমলে এভাবেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নির্যাতনের শিকার হতে দেখেছি।’
ছাত্রদলের সভাপতি বলেন, ‘অবশেষে আমরা দেখলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যখন তাঁদের যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন, তখন শাবিপ্রবি ছাত্রলীগ ও পুলিশ প্রশাসন তাঁদের ওপর হামলা করেছে, আহত করা হয়েছে, নির্বিচারে গুলি করেছে। পরে তাঁদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করেছে। আমরা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
এমনকি ভিসি পদত্যাগ না করলে শিক্ষার্থীদের নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ফজলুর রহমান খোকন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ফরিদ উদ্দীনের পদত্যাগ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ’ পালন করে ছাত্রদল। এ সময় এ দাবি জানায় তারা।
সমাবেশে বিএনপিপন্থী অবসরপ্রাপ্ত ঢাবি শিক্ষক অধ্যাপক তাজমেরী ইসলামের গ্রেপ্তার হওয়ার প্রসঙ্গ টেনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘আমরা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তাজমেরী ইসলামের নামে মিথ্যা মামলা দিয়ে তাঁকে জেলখানায় পাঠানো হয়েছে। এর আগে আমাদের শিক্ষক মোর্শেদ স্যারকে শুধু জাতীয়বাদী আদর্শে বিশ্বাসের জন্য চাকরিচ্যুত করা হয়েছে। এই স্বৈরাচারী সরকারের আমলে এভাবেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নির্যাতনের শিকার হতে দেখেছি।’
ছাত্রদলের সভাপতি বলেন, ‘অবশেষে আমরা দেখলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যখন তাঁদের যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন, তখন শাবিপ্রবি ছাত্রলীগ ও পুলিশ প্রশাসন তাঁদের ওপর হামলা করেছে, আহত করা হয়েছে, নির্বিচারে গুলি করেছে। পরে তাঁদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করেছে। আমরা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
এমনকি ভিসি পদত্যাগ না করলে শিক্ষার্থীদের নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ফজলুর রহমান খোকন।
পিরোজপুরের নেছারাবাদে অফিসে বসে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম তালুকদারের বিরুদ্ধে। তাঁর ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে মুখোমুখি হলে তিনি নিজেই ইয়াবা সেবনের কথা স্বীকার করেন।
৩৯ মিনিট আগেআধুনিকতার স্রোত থেকে অনেক দূরে, এখনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর একদল মানুষ প্রকৃতির আদিম জীবনযাত্রার ওপর নির্ভরশীল। ঠাকুরগাঁও সদরসহ জেলার পাঁচটি উপজেলায় সাঁওতাল সম্প্রদায়ের মানুষ পূর্বপুরুষদের পেশা আঁকড়ে ধরে শিকার করে জীবিকা নির্বাহ করছেন।
৪৪ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুরে তিন কিলোমিটার রাস্তা সংস্কার না হওয়ায় সীমাহীন ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ। বর্ষাকালে হাঁটু পর্যন্ত কাদা আর শুকনা মৌসুমে ধুলাবালির ভেতর দিয়েই চলাচল করতে হয় তাদের। শুধু যাতায়াতই নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডও থমকে গেছে।
১ ঘণ্টা আগেপৌরসভার আরামবাগ, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, মেথর মোড়, নবাবগঞ্জ সরকারি কলেজ ও হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাচীরঘেঁষা জায়গায় ফেলা হচ্ছে গৃহস্থালির ও বাজারের বর্জ্য। এসব জায়গায় নিয়মিত বর্জ্য অপসারণ না করায় ছড়াচ্ছে দুর্গন্ধ। তবে কোথাও কোথাও আংশিক বর্জ্য সরানো হলেও পুরোপুরি না করায় সমস্যা
১ ঘণ্টা আগে