আজকের পত্রিকা ডেস্ক
রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে পাহাড়ি ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। তবে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আব্বাস ও আরিফ আল কবির নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মতিঝিল থানার ডিউটি অফিসার এসআই তুহিন শিকদার বলেন, মতিঝিলে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত কোনো মামলা হয়নি। আটক দুই ব্যক্তিকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
এর আগে গতকাল বুধবার দুপুরে এনসিটিবি কার্যালয়ের সামনে নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি বাতিলের দাবি এবং এর বিরোধিতা করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ শেষে মতিঝিলের এনসিটিবি কার্যালয় ঘেরাও করতে যায়। সেখানে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ ব্যানারের একটি দলের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে নারীসহ কয়েকজন আহত হন এবং তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর মানব ব্যারিকেড ভেঙে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত চলছে।
রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে পাহাড়ি ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। তবে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আব্বাস ও আরিফ আল কবির নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মতিঝিল থানার ডিউটি অফিসার এসআই তুহিন শিকদার বলেন, মতিঝিলে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত কোনো মামলা হয়নি। আটক দুই ব্যক্তিকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
এর আগে গতকাল বুধবার দুপুরে এনসিটিবি কার্যালয়ের সামনে নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি বাতিলের দাবি এবং এর বিরোধিতা করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ শেষে মতিঝিলের এনসিটিবি কার্যালয় ঘেরাও করতে যায়। সেখানে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ ব্যানারের একটি দলের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে নারীসহ কয়েকজন আহত হন এবং তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর মানব ব্যারিকেড ভেঙে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত চলছে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজ গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নুরুল হুদা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধামাইল গ্রামের বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
৫ মিনিট আগেআওয়ামী লীগের নেতা-কর্মীদের আর্থিক সহায়তার অভিযোগে গতকাল বুধবার দুপুরে গুলশান-১ এলাকায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
৯ মিনিট আগেবাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল রাখার দাবিতে সপ্তম দিনের মতো বিক্ষোভ চলছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা-কর্মীরা।
১৯ মিনিট আগেজেলে রতন হালদার বলেন, সকালে তিনি তাঁর দল নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। দৌলতদিয়া ফেরিঘাটের কাছে জাল ফেলেন তাঁরা। জাল তুলতেই দেখতে পান বিশাল একটি পাঙাশ।
২৮ মিনিট আগে