Ajker Patrika

গোপালগঞ্জে দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি
দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতলসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী নাহিদ হাসান অপুকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। ছবি: আজকের পত্রিকা
দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতলসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী নাহিদ হাসান অপুকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতলসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী নাহিদ হাসান অপুকে (২৬) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার সকালে কাশিয়ানী বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নাহিদের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাসা থেকে আটটি চাপাতি, একটি কুড়াল, দুটি ছোরা, দুটি কাস্তে, দুটি বিদেশি মদের বোতল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

গ্রেপ্তারকৃত নাহিদ হাসান কাশিয়ানী বাসস্ট্যান্ড এলাকার আব্দুর রাজ্জাক শেখের ছেলে এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কাশিয়ানী উপজেলা শাখার একজন সক্রিয় সদস্য।

কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন জানান, এক নারী ও তাঁর ভাই নাহিদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় ও শারীরিক নির্যাতনের অভিযোগে একটি লিখিত অভিযোগপত্র জমা দেন সেনা ক্যাম্পে। অভিযোগের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় নিজ বাসার ছাদে লুকিয়ে থাকা নাহিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় যৌথ বাহিনী। এ সময় তাঁর বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত