নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা তৃতীয় সেতুর পশ্চিম অংশে ভূমিধস ও ভেঙে যাওয়া সড়কে উল্টে গেছে পণ্যবাহী একটি ট্রাক।
আজ মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামগামী একটি পণ্যবোঝাই ট্রাক সেতুর সৈয়দপুর অংশে এই দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক ও হেলপার। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুর শীতলক্ষ্যা সেতুর পশ্চিম পাড়ে ভাঙা রাস্তায় ট্রাকের চাকা আটকে ট্রাকটি উল্টে যায়। পরে আশপাশের লোকজন এসে গাড়ির চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই ভাঙা অংশ আজ মেরামত করার কথা থাকলেও তা করা হয়নি। অন্ধকারে চালক দেখতে না পেয়ে দুর্ঘটনার শিকার হন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, ‘আমরা ট্রাক উল্টে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি।’
জানা গেছে, ২০২২ সালের ১০ অক্টোবর উদ্বোধন করা হয় সৌদি আরবের সহায়তায় নির্মিত শীতলক্ষ্যা তৃতীয় সেতু। কিন্তু উদ্বোধনের আড়াই বছরের মাথায় সেতুর সংযোগ সড়ক ভূমি ধসে ভেঙে পড়ে। গত শুক্রবার রাতে ভারী বর্ষণের পর সেতুর পশ্চিম অংশে এই ভাঙন সৃষ্টি হয়। বিপজ্জনক এই সড়কে চালকদের সতর্ক করার জন্য লাল কাপড়সহ ডিভাইডার বসিয়ে ভাঙা অংশটি ঘিরে রাখা হয়েছে।
মাত্র আড়াই বছরের মাথায় সড়কটি ভেঙে যাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে। সেতু নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য লোকবল নিয়োগ থাকলেও কীভাবে সড়ক ভূমি ধসে ভেঙে যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, সেতু নির্মাণকাজের মান নিয়ে।
সৈয়দপুর এলাকার বাসিন্দা জসীম উদ্দিন বলেন, ‘ব্রিজের কাজ ঠিকমতো করে নাই। ঠিকঠাক করলে ব্রিজের রাস্তা এভাবে ভাঙে নাকি? আমাদের চোখের সামনে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু দেখলাম। ওই ব্রিজের রাস্তা এমনে ভাঙছে কোনো দিন শুনি নাই। এই নতুন ব্রিজের রাস্তা বৃষ্টির পানিতে ভাঙে কেমনে? এইটা ঠিক করলেও বেশি দিন টিকব না। একদিক দিয়া ঠিক করব, আরেকদিক দিয়া নতুন গর্ত হইব। কাজ যে ঠিকঠাক করে নাই, এইটা এখন পরিষ্কার।’
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা তৃতীয় সেতুর পশ্চিম অংশে ভূমিধস ও ভেঙে যাওয়া সড়কে উল্টে গেছে পণ্যবাহী একটি ট্রাক।
আজ মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামগামী একটি পণ্যবোঝাই ট্রাক সেতুর সৈয়দপুর অংশে এই দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক ও হেলপার। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুর শীতলক্ষ্যা সেতুর পশ্চিম পাড়ে ভাঙা রাস্তায় ট্রাকের চাকা আটকে ট্রাকটি উল্টে যায়। পরে আশপাশের লোকজন এসে গাড়ির চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই ভাঙা অংশ আজ মেরামত করার কথা থাকলেও তা করা হয়নি। অন্ধকারে চালক দেখতে না পেয়ে দুর্ঘটনার শিকার হন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, ‘আমরা ট্রাক উল্টে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি।’
জানা গেছে, ২০২২ সালের ১০ অক্টোবর উদ্বোধন করা হয় সৌদি আরবের সহায়তায় নির্মিত শীতলক্ষ্যা তৃতীয় সেতু। কিন্তু উদ্বোধনের আড়াই বছরের মাথায় সেতুর সংযোগ সড়ক ভূমি ধসে ভেঙে পড়ে। গত শুক্রবার রাতে ভারী বর্ষণের পর সেতুর পশ্চিম অংশে এই ভাঙন সৃষ্টি হয়। বিপজ্জনক এই সড়কে চালকদের সতর্ক করার জন্য লাল কাপড়সহ ডিভাইডার বসিয়ে ভাঙা অংশটি ঘিরে রাখা হয়েছে।
মাত্র আড়াই বছরের মাথায় সড়কটি ভেঙে যাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে। সেতু নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য লোকবল নিয়োগ থাকলেও কীভাবে সড়ক ভূমি ধসে ভেঙে যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, সেতু নির্মাণকাজের মান নিয়ে।
সৈয়দপুর এলাকার বাসিন্দা জসীম উদ্দিন বলেন, ‘ব্রিজের কাজ ঠিকমতো করে নাই। ঠিকঠাক করলে ব্রিজের রাস্তা এভাবে ভাঙে নাকি? আমাদের চোখের সামনে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু দেখলাম। ওই ব্রিজের রাস্তা এমনে ভাঙছে কোনো দিন শুনি নাই। এই নতুন ব্রিজের রাস্তা বৃষ্টির পানিতে ভাঙে কেমনে? এইটা ঠিক করলেও বেশি দিন টিকব না। একদিক দিয়া ঠিক করব, আরেকদিক দিয়া নতুন গর্ত হইব। কাজ যে ঠিকঠাক করে নাই, এইটা এখন পরিষ্কার।’
চট্টগ্রাম শহরের আধুনিক পয়োনিষ্কাশনব্যবস্থার জন্য ২০১৮ সালে শুরু হওয়া প্রথম প্রকল্পটি সাত বছর পার করেও এখনো অসম্পূর্ণ। মাত্র ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এরই মধ্যে দুই দফা সময় বাড়ানো হলেও এবার নতুন সংকটে পড়েছে প্রকল্পটি। দীর্ঘ পাঁচ মাসের পাওনা পরিশোধ না করায় গতকাল মঙ্গলবার থেকে প্রকল্পের পাইপ বসানোর...
১০ মিনিট আগেযশোরের চৌগাছায় একটি বটগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (২০ মে) বিকেলে মশ্যমপুর দর্গাতলা মাঠ এলাকায় গিয়ে দেখা যায়, কাটা গাছের ডাল ও গুঁড়ি এখনো মাঠে পড়ে রয়েছে।
৩ ঘণ্টা আগেনীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের চাড়ালকাটা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করে গ্রামবাসী। এর আগে বেলা ২টার দিকে ওই দুই শিশু চাড়ালকাটা নদীতে গোসল করতে নামে।
৩ ঘণ্টা আগেসমুদ্রসৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটক দম্পতি আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে শহরের দরিয়া নগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সমুদ্রসৈকতে প্যারাসেইলিং সাময়িক বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
৩ ঘণ্টা আগে