নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা তৃতীয় সেতুর পশ্চিম অংশে ভূমিধস ও ভেঙে যাওয়া সড়কে উল্টে গেছে পণ্যবাহী একটি ট্রাক।
আজ মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামগামী একটি পণ্যবোঝাই ট্রাক সেতুর সৈয়দপুর অংশে এই দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক ও হেলপার। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুর শীতলক্ষ্যা সেতুর পশ্চিম পাড়ে ভাঙা রাস্তায় ট্রাকের চাকা আটকে ট্রাকটি উল্টে যায়। পরে আশপাশের লোকজন এসে গাড়ির চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই ভাঙা অংশ আজ মেরামত করার কথা থাকলেও তা করা হয়নি। অন্ধকারে চালক দেখতে না পেয়ে দুর্ঘটনার শিকার হন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, ‘আমরা ট্রাক উল্টে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি।’
জানা গেছে, ২০২২ সালের ১০ অক্টোবর উদ্বোধন করা হয় সৌদি আরবের সহায়তায় নির্মিত শীতলক্ষ্যা তৃতীয় সেতু। কিন্তু উদ্বোধনের আড়াই বছরের মাথায় সেতুর সংযোগ সড়ক ভূমি ধসে ভেঙে পড়ে। গত শুক্রবার রাতে ভারী বর্ষণের পর সেতুর পশ্চিম অংশে এই ভাঙন সৃষ্টি হয়। বিপজ্জনক এই সড়কে চালকদের সতর্ক করার জন্য লাল কাপড়সহ ডিভাইডার বসিয়ে ভাঙা অংশটি ঘিরে রাখা হয়েছে।
মাত্র আড়াই বছরের মাথায় সড়কটি ভেঙে যাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে। সেতু নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য লোকবল নিয়োগ থাকলেও কীভাবে সড়ক ভূমি ধসে ভেঙে যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, সেতু নির্মাণকাজের মান নিয়ে।
সৈয়দপুর এলাকার বাসিন্দা জসীম উদ্দিন বলেন, ‘ব্রিজের কাজ ঠিকমতো করে নাই। ঠিকঠাক করলে ব্রিজের রাস্তা এভাবে ভাঙে নাকি? আমাদের চোখের সামনে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু দেখলাম। ওই ব্রিজের রাস্তা এমনে ভাঙছে কোনো দিন শুনি নাই। এই নতুন ব্রিজের রাস্তা বৃষ্টির পানিতে ভাঙে কেমনে? এইটা ঠিক করলেও বেশি দিন টিকব না। একদিক দিয়া ঠিক করব, আরেকদিক দিয়া নতুন গর্ত হইব। কাজ যে ঠিকঠাক করে নাই, এইটা এখন পরিষ্কার।’
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা তৃতীয় সেতুর পশ্চিম অংশে ভূমিধস ও ভেঙে যাওয়া সড়কে উল্টে গেছে পণ্যবাহী একটি ট্রাক।
আজ মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামগামী একটি পণ্যবোঝাই ট্রাক সেতুর সৈয়দপুর অংশে এই দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক ও হেলপার। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুর শীতলক্ষ্যা সেতুর পশ্চিম পাড়ে ভাঙা রাস্তায় ট্রাকের চাকা আটকে ট্রাকটি উল্টে যায়। পরে আশপাশের লোকজন এসে গাড়ির চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই ভাঙা অংশ আজ মেরামত করার কথা থাকলেও তা করা হয়নি। অন্ধকারে চালক দেখতে না পেয়ে দুর্ঘটনার শিকার হন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, ‘আমরা ট্রাক উল্টে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি।’
জানা গেছে, ২০২২ সালের ১০ অক্টোবর উদ্বোধন করা হয় সৌদি আরবের সহায়তায় নির্মিত শীতলক্ষ্যা তৃতীয় সেতু। কিন্তু উদ্বোধনের আড়াই বছরের মাথায় সেতুর সংযোগ সড়ক ভূমি ধসে ভেঙে পড়ে। গত শুক্রবার রাতে ভারী বর্ষণের পর সেতুর পশ্চিম অংশে এই ভাঙন সৃষ্টি হয়। বিপজ্জনক এই সড়কে চালকদের সতর্ক করার জন্য লাল কাপড়সহ ডিভাইডার বসিয়ে ভাঙা অংশটি ঘিরে রাখা হয়েছে।
মাত্র আড়াই বছরের মাথায় সড়কটি ভেঙে যাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে। সেতু নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য লোকবল নিয়োগ থাকলেও কীভাবে সড়ক ভূমি ধসে ভেঙে যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, সেতু নির্মাণকাজের মান নিয়ে।
সৈয়দপুর এলাকার বাসিন্দা জসীম উদ্দিন বলেন, ‘ব্রিজের কাজ ঠিকমতো করে নাই। ঠিকঠাক করলে ব্রিজের রাস্তা এভাবে ভাঙে নাকি? আমাদের চোখের সামনে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু দেখলাম। ওই ব্রিজের রাস্তা এমনে ভাঙছে কোনো দিন শুনি নাই। এই নতুন ব্রিজের রাস্তা বৃষ্টির পানিতে ভাঙে কেমনে? এইটা ঠিক করলেও বেশি দিন টিকব না। একদিক দিয়া ঠিক করব, আরেকদিক দিয়া নতুন গর্ত হইব। কাজ যে ঠিকঠাক করে নাই, এইটা এখন পরিষ্কার।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে