Ajker Patrika

নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীসহ ৮৮ জন কারাগারে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ২০: ৩০
নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীসহ ৮৮ জন কারাগারে 

নাশকতার বিভিন্ন মামলায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৮৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিদের মধ্যে বিএনপি-জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন। আদালতের সংশ্লিষ্ট থানাগুলোর সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা যায়।

ঢাকা মহানগর এলাকার বিভিন্ন থানায় পুরোনো ও নতুন বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৮৮ জনকে আদালতে হাজির করে পুলিশ। তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা।

আদালত সূত্রে জানা যায়, পুরোনো বিভিন্ন মামলায় রাজধানীর কাফরুল থানায় ১, পল্টন ৩, শাহ আলী ৩, রমনা ২, বনানী ৩, গেন্ডারিয়া ২, সূত্রাপুর ২, কোতোয়ালি ৪, বংশাল ১০, কামরাঙ্গীরচর ২, লালবাগ ১, চকবাজার ২, কদমতলী ৬, শ্যামপুর ৪, ডেমরা ১১, রামপুরা ১, যাত্রাবাড়ী ৩, মুগদা ৪, খিলক্ষেত ২, খিলগাঁও ১, দারুস সালাম ১, আদাবর ৪, মোহাম্মদপুর ২, তেজগাঁও ১, নিউমার্কেট ১, সবুজবাগ ২, ওয়ারী ২, বাড্ডা ১, উত্তরা পশ্চিম ১ ও ভাটারা থানায় গ্রেপ্তার ৬ জনকে শুনানি শেষে ভিন্ন ভিন্ন আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ ছাড়া বংশাল থানার মামলায় আটক তিনজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অবরোধের দ্বিতীয় দিন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত