Ajker Patrika

মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নারী পোশাকশ্রমিক নিহত 

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৪: ৩৪
মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নারী পোশাকশ্রমিক নিহত 

ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের কোনাবাড়িতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়েছে। শ্রমিকেরা পাল্টা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

নিহত আঞ্জুয়ারা খাতুন (২৮) সিরাজগঞ্জের কাজীপুর থানার চরগিরিশ গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মৃত মন্টু মিয়া। কোনাবাড়ির জরুন এলাকায় থেকে স্থানীয় ইসলাম গার্মেন্টসে অপারেটর হিসেবে চাকরি করতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে জানান, আঞ্জুয়ারাকে ঢাকা মেডিকেল আনার পরপরই চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। তাঁর কপালে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহত আঞ্জুয়ারার স্বামী মো. জামাল আজকের পত্রিকাকে জানান, সকাল ৮টার কিছুক্ষণ আগে বাসা থেকে বের হয়ে কারখানায় যান আঞ্জুয়ারা। শ্রমিকদের আন্দোলনের কারণে কারখানা ছুটি দিয়ে দেওয়ায় সেখান থেকে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় অদূরে শ্রমিকদের ওপর ব্যাপক গুলিবর্ষণ করছিল পুলিশ। সেখানে আঞ্জুয়ারা মাথায় গুলিবিদ্ধ হন।

একই ঘটনায় জালাল উদ্দিন (৩৮) নামে গুলিবিদ্ধ একজনকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনিও একই কারখানায় সুপারভাইজার ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত জালালের পেটে ও হাতে শটগানের গুলি লেগেছে। তাঁকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত