Ajker Patrika

আজ সোমবার খুলছে নাওজোর ফ্লাইওভার

আজ সোমবার খুলছে নাওজোর ফ্লাইওভার

গাজীপুর মহানগরীর ঢাকা বাইপাস ও ঢাকা-টাঙ্গাইল সংযোগ সড়কের যানজট নিরসনে নাওজোর এলাকায় নির্মিত ফ্লাইওভার যানচলাচলের জন্য খুলে দেওয়া হবে। আজ সোমবার দুপুরের পরপরই কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই ফ্লাইওভারটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছে গাজীপুর সড়ক বিভাগ। 

জানা যায়, ৫৮ কোটি টাকা ব্যয়ে ৮১৫ মিটারের ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে। এ সড়কে নাওজোর অংশ থেকে শুরু করে সফিপুর বাজার পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে ২০১৯ সাল থেকে এ ফ্লাইওভারের কাজ শুরু হয়। এখনো পুরোপুরি কাজ শেষ না হলেও ঈদকে সামনে রেখে যানজট নিরসনের কথা চিন্তা করে ফ্লাইওভারটি খুলে দেওয়া হচ্ছে। 

গাজীপুর সড়ক বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখনো ফ্লাইওভারের কিছু কাজ বাকি রয়েছে। বাকি কাজগুলো ঈদের পর করা হবে। যানজটের কথা মাথায় রেখে তড়িঘড়ি করে ফ্লাইওভার যানচলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। 

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশল খোন্দকার মোহাম্মদ শরিফুল আলম বলেন, আজ দুপুরের পরপরই নাওজোর ফ্লাইওভার যানচলাচলের জন্য খুলে দেওয়া হবে। এখনো ফ্লাইওভারের কিছু কিছু কাজ বাকি রয়েছে। তবুও যানজটের কথা মাথায় রেখে সরকার ফ্লাইওভার খুলে দিচ্ছেন। ফ্লাইওভার খুলে দেওয়ার ফলে এ সড়কের যানজট কমে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত