মানিকগঞ্জ প্রতিনিধি
বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট খন্দকার আব্দুল হামিদ ডাবলু ও জেলা বিএনপির সহসভাপতি খন্দকার আকবর হোসেন বাবলুর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় পারিবারিক জমি নিয়ে প্রতারণা, বল প্রয়োগ ও মারধরের অভিযোগে মামলা করেছেন ছোট ভাই খন্দকার আক্তার হামিদ পবন।
এই মামলায় আরও আসামি করা হয়েছে ডাবলুর বড় ছেলে অরভিল খন্দকার ও স্ত্রী নাছিমা আক্তার শিমুকে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১২ জুন মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় ধলেশ্বরী ডেভেলপমেন্ট সোসাইটির কার্যালয়ে মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সেওতা এলাকায় ২১.৫ শতাংশ জমিতে পারিবারিকভাবে সকলের সম্মতিতে স্থাপনা নির্মাণের জন্য ধলেশ্বরী ডেভেলপমেন্ট সোসাইটির সঙ্গে চুক্তি সাক্ষরের জন্য বসা হয়। এ সময় চুক্তিনামায় সই করার আগে পবন সাইনিং মানির কথা জানতে চাইলে ও চুক্তিপত্র দেখতে চাইলে ডাবলু ও বাবলুর সঙ্গে তর্ক হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। পরে চুক্তিনামায় সই না করে তা স্থগিত করে যে যার মতো চলে যান।
খন্দকার আক্তার হামিদ পবন বলেন, ‘আমি সাইনিং মানির কথা জানতে চাওয়ায় আমার বড় ভাই ডাবলু ও বাবলু এবং ডাবলুর ছেলে আমাকে কিল, ঘুষি, জুতার বাড়ি মারতে থাকে। একপর্যায়ে লোহার রড ও কাঠের ডাসা দিয়ে আমাকে ধাওয়া করে এলোপাতাড়ি পেটাতে থাকে। পরে ওই অফিসের লোকজনের সহযোগীতায় সেখান থেকে আমাকে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।’
মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট খোন্দকার আব্দুল হামিদ ডাবলু বলেন, ‘খোন্দকার আক্তার হামিদ পবন আমার ছোট ভাই হলেও সে একজন মাদকসেবী। সে মাদক সেবন করে আমাকে, আমার বড় ভাইকে ও ছেলেকে মারধর করেছে। সম্মান ও পরিবারের কথা চিন্তা করে আইনগত ব্যবস্থা নিইনি।’
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রউফ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মামলাটি তদন্তাধীন রয়েছে।’
বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট খন্দকার আব্দুল হামিদ ডাবলু ও জেলা বিএনপির সহসভাপতি খন্দকার আকবর হোসেন বাবলুর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় পারিবারিক জমি নিয়ে প্রতারণা, বল প্রয়োগ ও মারধরের অভিযোগে মামলা করেছেন ছোট ভাই খন্দকার আক্তার হামিদ পবন।
এই মামলায় আরও আসামি করা হয়েছে ডাবলুর বড় ছেলে অরভিল খন্দকার ও স্ত্রী নাছিমা আক্তার শিমুকে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১২ জুন মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় ধলেশ্বরী ডেভেলপমেন্ট সোসাইটির কার্যালয়ে মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সেওতা এলাকায় ২১.৫ শতাংশ জমিতে পারিবারিকভাবে সকলের সম্মতিতে স্থাপনা নির্মাণের জন্য ধলেশ্বরী ডেভেলপমেন্ট সোসাইটির সঙ্গে চুক্তি সাক্ষরের জন্য বসা হয়। এ সময় চুক্তিনামায় সই করার আগে পবন সাইনিং মানির কথা জানতে চাইলে ও চুক্তিপত্র দেখতে চাইলে ডাবলু ও বাবলুর সঙ্গে তর্ক হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। পরে চুক্তিনামায় সই না করে তা স্থগিত করে যে যার মতো চলে যান।
খন্দকার আক্তার হামিদ পবন বলেন, ‘আমি সাইনিং মানির কথা জানতে চাওয়ায় আমার বড় ভাই ডাবলু ও বাবলু এবং ডাবলুর ছেলে আমাকে কিল, ঘুষি, জুতার বাড়ি মারতে থাকে। একপর্যায়ে লোহার রড ও কাঠের ডাসা দিয়ে আমাকে ধাওয়া করে এলোপাতাড়ি পেটাতে থাকে। পরে ওই অফিসের লোকজনের সহযোগীতায় সেখান থেকে আমাকে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।’
মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট খোন্দকার আব্দুল হামিদ ডাবলু বলেন, ‘খোন্দকার আক্তার হামিদ পবন আমার ছোট ভাই হলেও সে একজন মাদকসেবী। সে মাদক সেবন করে আমাকে, আমার বড় ভাইকে ও ছেলেকে মারধর করেছে। সম্মান ও পরিবারের কথা চিন্তা করে আইনগত ব্যবস্থা নিইনি।’
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রউফ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মামলাটি তদন্তাধীন রয়েছে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ৬৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী শিক্ষার্থী সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বেশ সাড়াও পাচ্ছেন ঘনিষ্ঠদের। তবে ভোটের পরিবেশ নিয়ে রয়েছে ভয়। এই ব্যাপারে প্রশাসন ও নির্বাচন কমিশনকে তৎপর হওয়া
৫ মিনিট আগেবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল সাধুকে গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরার ৪টি রুটে বাস চলাচল বন্ধের পর আবার চালু হয়েছে। আজ শুক্রবার বেলা ১০টা থেকে বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন দূর-দুরন্ত থেকে আসা যাত্রীরা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে দুপুর থেকে আবারও বাস চলাচল শুরু হয়েছে।
১০ মিনিট আগেআবৃত্তি সংসদ কুমিল্লার ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবগঠিত কমিটির অভিষেক নানা আয়োজন ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সংস্কৃতি চর্চার ধারাবাহিকতা রক্ষা করে আসা সংগঠনটি এবারের আয়োজনকে পরিণত করেছে এক স্মরণীয় মিলনমেলায়।
২৪ মিনিট আগেরাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে