Ajker Patrika

বিএনপির সাবেক মহাসচিবের দুই ছেলের বিরুদ্ধে ছোট ভাইয়ের মামলা

মানিকগঞ্জ প্রতিনিধি
বিএনপির সাবেক মহাসচিবের দুই ছেলের বিরুদ্ধে ছোট ভাইয়ের মামলা

বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট খন্দকার আব্দুল হামিদ ডাবলু ও জেলা বিএনপির সহসভাপতি খন্দকার আকবর হোসেন বাবলুর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় পারিবারিক জমি নিয়ে প্রতারণা, বল প্রয়োগ ও মারধরের অভিযোগে মামলা করেছেন ছোট ভাই খন্দকার আক্তার হামিদ পবন।

এই মামলায় আরও আসামি করা হয়েছে ডাবলুর বড় ছেলে অরভিল খন্দকার ও স্ত্রী নাছিমা আক্তার শিমুকে। 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১২ জুন মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় ধলেশ্বরী ডেভেলপমেন্ট সোসাইটির কার্যালয়ে মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সেওতা এলাকায় ২১.৫ শতাংশ জমিতে পারিবারিকভাবে সকলের সম্মতিতে স্থাপনা নির্মাণের জন্য ধলেশ্বরী ডেভেলপমেন্ট সোসাইটির সঙ্গে চুক্তি সাক্ষরের জন্য বসা হয়। এ সময় চুক্তিনামায় সই করার আগে পবন সাইনিং মানির কথা জানতে চাইলে ও চুক্তিপত্র দেখতে চাইলে ডাবলু ও বাবলুর সঙ্গে তর্ক হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। পরে চুক্তিনামায় সই না করে তা স্থগিত করে যে যার মতো চলে যান। 

খন্দকার আক্তার হামিদ পবন বলেন, ‘আমি সাইনিং মানির কথা জানতে চাওয়ায় আমার বড় ভাই ডাবলু ও বাবলু এবং ডাবলুর ছেলে আমাকে কিল, ঘুষি, জুতার বাড়ি মারতে থাকে। একপর্যায়ে লোহার রড ও কাঠের ডাসা দিয়ে আমাকে ধাওয়া করে এলোপাতাড়ি পেটাতে থাকে। পরে ওই অফিসের লোকজনের সহযোগীতায় সেখান থেকে আমাকে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।’ 

মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট খোন্দকার আব্দুল হামিদ ডাবলু বলেন, ‘খোন্দকার আক্তার হামিদ পবন আমার ছোট ভাই হলেও সে একজন মাদকসেবী। সে মাদক সেবন করে আমাকে, আমার বড় ভাইকে ও ছেলেকে মারধর করেছে। সম্মান ও পরিবারের কথা চিন্তা করে আইনগত ব্যবস্থা নিইনি।’

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রউফ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মামলাটি তদন্তাধীন রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত