Ajker Patrika

শাহজালাল বিমানবন্দরে সিঅ্যান্ডএফ কর্মীদের কর্মবিরতি

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২২, ২০: ১৭
শাহজালাল বিমানবন্দরে সিঅ্যান্ডএফ কর্মীদের কর্মবিরতি

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) কর্মীরা মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন। বিমানবন্দরের ঢাকা কাস্টম হাউসের গেটের সামনে আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন তাঁরা।

ফেডারেল অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় কয়েক শ সিঅ্যান্ডএফ নেতা-কর্মী অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে সিঅ্যান্ডএফ কর্মীরা ‘জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক কাস্টমস লাইসেন্সিং বিধিমালা-২০’ কে মৌলিক অধিকার পরিপন্থী বলে দাবি করেন। সেই সঙ্গে পণ্য চালান শুল্কায়নে এইচ এস কোড ও সিপিসি কোড নির্ধারণে প্রণীত বিভিন্ন বিতর্কিত আইন বাতিলের দাবি জানান। এ সময় তাঁরা তাঁদের ওপর আরোপিত, ‘প্রবাসী যাত্রীর সঙ্গে না আনা ব্যাগেজ (কার্গো বুকিংকৃত) খালাসের বিড়ম্বনাসহ যাত্রী হয়রানি ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের পণ্য খালাসের নামে হয়রানির’—অভিযোগের প্রতিবাদ করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রবাসী যাত্রীদের সঙ্গে আনা ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র কিছু শুল্ক কর্মকর্তারা কালো আইন প্রয়োগের ফলে বন্ধ হয়ে যাচ্ছে। ফলে প্রবাসী ভাই-বোনদের দেশের আইনের প্রতি অনাস্থা জন্ম নিচ্ছে।’ এ সময় তাঁরা প্রবাসীদের কার্গোতে আনা মালামাল আগের ন্যায় হয়রানি ছাড়া খালাসে ব্যবস্থা চালু করার দাবি করেন। তাঁরা আরও বলেন, ‘প্রবাসী যাত্রীদের কার্গো বুকিংয়ের মাধ্যমে আনা পণ্য দেশের প্রায় সকল শুল্ক স্টেশনগুলোয় চালু থাকলেও একমাত্র ঢাকা কাস্টম হাউসে বন্ধ রয়েছে।’ কেন বন্ধ রয়েছে—তার জবাব দাবি করেন তাঁরা। 

বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সিঅ্যান্ডএফ কর্মীরা কোনো বিক্ষোভ করেননি, তাঁরা মানববন্ধন করেছিলেন। পরে সবাই চলে গেছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত