নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুরের বাউনিয়ার বাঁধ এলাকায় বস্তিবাসীকে দেওয়া প্রধানমন্ত্রীর বহুতল ভবনের ফ্ল্যাটে অবৈধভাবে দখলবাজদের উচ্ছেদে অভিযান চালিয়েছে গৃহায়ণ কর্তৃপক্ষ। এ সময় কাগজপত্রে গরমিল পাওয়ায় তিনটা ফ্ল্যাটে তালা ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে দেখা যায় একজনের নামের বরাদ্দ দেওয়া ফ্ল্যাটে অন্যজন বাস করছেন। এমনকি বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে সাবলেট ভাড়া দেওয়ার প্রমাণ পাওয়ায় বেশ কয়েকটি ফ্ল্যাট বরাদ্দ বাতিলের সুপারিশ করা হয়েছে।
আজ বুধবার সকাল থেকে চালানো এ অভিযানের নেতৃত্ব দেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী। তিনি বলেন, ‘কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা অভিযানে এসেছি। বেশ কিছু ফ্ল্যাটের বিষয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় বরাদ্দ বাতিল করা হয়েছে। এখন থেকে ফ্ল্যাটগুলোতে কারা থাকছে, সেগুলো নিয়মিত তদারকি করা হবে।’ বস্তিবাসী হওয়া সত্ত্বেও যাঁরা ফ্ল্যাট পাননি, তাঁদের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাতিল করা ফ্ল্যাটগুলো বরাদ্দে আবেদনকারীদের বিবেচনা করা হবে বলে জানান গৃহায়ণের এই কর্মকর্তা।
ভাড়া কমানোর দাবি জানিয়ে ফ্ল্যাটের বাসিন্দারা বলেন, ‘সরকার আমাদের যে ফ্ল্যাট দিয়েছে, তা পেয়ে খুশি। কিন্তু ফ্ল্যাট ভাড়া সাড়ে চার হাজার টাকা। আনুষঙ্গিক আরও খরচ দেড় হাজার টাকা। এ খরচ দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। পরিবারের প্রধান সদস্য যে কয় টাকা আয় করে, তাতে আমাদের সংসার চালাতেই খুব কষ্ট করতে হয়। অনেক সময় দেখা যায়, ফ্ল্যাট ভাড়া দিতে আমাদের ধারদেনা করতে হয়। বিভিন্ন ধরনের সমিতি থেকে সুদে টাকা এনে ভাড়া দিতে হয়। প্রধানমন্ত্রী যদি আমাদের দিকে একটু সহৃদয় হয়ে ভাড়াসহ আনুষঙ্গিক খরচ কমিয়ে দেয়, তাহলে অনেক ভালো হয়।’
বাসিন্দাদের ভাড়া কমানোর দাবির বিষয়ে তাবেদুন নবী বলেন, ‘আগে এসব ফ্ল্যাটের ভাড়া ছিল সাত হাজার টাকা। প্রধানমন্ত্রী এটাকে কমিয়ে সাড়ে চার হাজার টাকা করেছেন। যদি কেউ ভাড়া না দিতে পারেন এবং গ্রামে ফিরে যেতে চান—তাহলে আলাদা প্রকল্প রয়েছে। তাকে গ্রামের বাড়িতে ঘর করে দেওয়া হবে। কর্মসংস্থান ও ছয় মাসের খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে।’
বাউনিয়া বাঁধ এলাকায় বস্তিবাসীর জন্য নির্মিত ৫টি ভবনে ফ্ল্যাটের সংখ্যা ৫৩৩টি। এর মধ্যে ৩০০টি বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ২৩৩টি ফ্ল্যাট বরাদ্দের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বরাদ্দ করা ফ্ল্যাটের নিয়মের কোনো ব্যত্যয় হলে বরাদ্দ বাতিল করা হবে জানিয়েছেন গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তারা।
রাজধানীর মিরপুরের বাউনিয়ার বাঁধ এলাকায় বস্তিবাসীকে দেওয়া প্রধানমন্ত্রীর বহুতল ভবনের ফ্ল্যাটে অবৈধভাবে দখলবাজদের উচ্ছেদে অভিযান চালিয়েছে গৃহায়ণ কর্তৃপক্ষ। এ সময় কাগজপত্রে গরমিল পাওয়ায় তিনটা ফ্ল্যাটে তালা ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে দেখা যায় একজনের নামের বরাদ্দ দেওয়া ফ্ল্যাটে অন্যজন বাস করছেন। এমনকি বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে সাবলেট ভাড়া দেওয়ার প্রমাণ পাওয়ায় বেশ কয়েকটি ফ্ল্যাট বরাদ্দ বাতিলের সুপারিশ করা হয়েছে।
আজ বুধবার সকাল থেকে চালানো এ অভিযানের নেতৃত্ব দেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী। তিনি বলেন, ‘কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা অভিযানে এসেছি। বেশ কিছু ফ্ল্যাটের বিষয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় বরাদ্দ বাতিল করা হয়েছে। এখন থেকে ফ্ল্যাটগুলোতে কারা থাকছে, সেগুলো নিয়মিত তদারকি করা হবে।’ বস্তিবাসী হওয়া সত্ত্বেও যাঁরা ফ্ল্যাট পাননি, তাঁদের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাতিল করা ফ্ল্যাটগুলো বরাদ্দে আবেদনকারীদের বিবেচনা করা হবে বলে জানান গৃহায়ণের এই কর্মকর্তা।
ভাড়া কমানোর দাবি জানিয়ে ফ্ল্যাটের বাসিন্দারা বলেন, ‘সরকার আমাদের যে ফ্ল্যাট দিয়েছে, তা পেয়ে খুশি। কিন্তু ফ্ল্যাট ভাড়া সাড়ে চার হাজার টাকা। আনুষঙ্গিক আরও খরচ দেড় হাজার টাকা। এ খরচ দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। পরিবারের প্রধান সদস্য যে কয় টাকা আয় করে, তাতে আমাদের সংসার চালাতেই খুব কষ্ট করতে হয়। অনেক সময় দেখা যায়, ফ্ল্যাট ভাড়া দিতে আমাদের ধারদেনা করতে হয়। বিভিন্ন ধরনের সমিতি থেকে সুদে টাকা এনে ভাড়া দিতে হয়। প্রধানমন্ত্রী যদি আমাদের দিকে একটু সহৃদয় হয়ে ভাড়াসহ আনুষঙ্গিক খরচ কমিয়ে দেয়, তাহলে অনেক ভালো হয়।’
বাসিন্দাদের ভাড়া কমানোর দাবির বিষয়ে তাবেদুন নবী বলেন, ‘আগে এসব ফ্ল্যাটের ভাড়া ছিল সাত হাজার টাকা। প্রধানমন্ত্রী এটাকে কমিয়ে সাড়ে চার হাজার টাকা করেছেন। যদি কেউ ভাড়া না দিতে পারেন এবং গ্রামে ফিরে যেতে চান—তাহলে আলাদা প্রকল্প রয়েছে। তাকে গ্রামের বাড়িতে ঘর করে দেওয়া হবে। কর্মসংস্থান ও ছয় মাসের খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে।’
বাউনিয়া বাঁধ এলাকায় বস্তিবাসীর জন্য নির্মিত ৫টি ভবনে ফ্ল্যাটের সংখ্যা ৫৩৩টি। এর মধ্যে ৩০০টি বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ২৩৩টি ফ্ল্যাট বরাদ্দের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বরাদ্দ করা ফ্ল্যাটের নিয়মের কোনো ব্যত্যয় হলে বরাদ্দ বাতিল করা হবে জানিয়েছেন গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তারা।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
১২ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১৯ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
২২ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
১ ঘণ্টা আগে