Ajker Patrika

পাটুরিয়ায় ফেরি ডুবির দুদিনে নয়টি ভারী যানসহ একটি মোটরসাইকেল উদ্ধার

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
পাটুরিয়ায় ফেরি ডুবির দুদিনে নয়টি ভারী যানসহ একটি মোটরসাইকেল উদ্ধার

পণ্যবোঝাই ১৪টি যানবাহন নিয়ে পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় উদ্ধার কাজে নিয়োজিত বিআইডব্লিউটিএর ‘হামজা’র সাহায্যে নৌবাহিনী, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস কর্মীরা গত দুই দিনে নয়টি ট্রাক-কাভার্ডভ্যানসহ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এখনো পাঁচটি ট্রাকসহ তিনটি মোটরসাইকেল নদীতে নিমজ্জিত রয়েছে। উদ্ধার কমিটির প্রধান বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি ও মানিকগঞ্জ জেলা প্রশাসন গঠিত অপর চার সদস্যের তদন্ত কমিটি পৃথক-পৃথক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উভয় কমিটির কেউ এ বিষয়ে সাংবাদিকদের কিছু বলেননি। 
 
জানা গেছে, গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটে তিন তলাবিশিষ্ট রো-রো ফেরি শাহ্-আমানত আকস্মিকভাবে নদীতে হেলে পড়ে ডুবে যায়। এতে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 

উদ্ধার কমিটির প্রধান বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ফজলুর রহমান আজকের পত্রিকাকে জানিয়েছেন, আকস্মিকভাবে ডুবে যাওয়া ফেরি ও নদী থেকে এখন পর্যন্ত চারটি ট্রাক ও ৫টি কাভার্ডভ্যানসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়েছে। নিমজ্জিত বাকি যানবাহনগুলো উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধার কাজে অংশ নেওয়া ডুবুরি দলের সদস্যরা নিরলসভাবে কাজ করছে।

উদ্ধার কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের ইন্সপেক্টর মোকারম হোসেন বলেন, উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দিয়ে ডুবে যাওয়া ফেরি পানি থেকে তোলা সম্ভব নয়। কারণ ডুবে থাকা ফেরির বিভিন্ন প্রকোষ্ঠে পলি জমে আরও ভারী হওয়ায় হামজা তা টেনে তুলতে পারবে না। এ জন্য প্রত্যয় ও হামজার যৌথ প্রচেষ্টায় তা সম্ভব হতে পারে। তা না হলে ফেরির ভারী অংশ কেটে তুলতে হবে। এতে ফেরির মূল অংশ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। 

এদিকে পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটটি ফেরি ডোবার ঘটনায় বন্ধ থাকায় ৩ ও ৪ নম্বর ঘাটের পন্টুনযোগে ফেরিতে যানবাহন লোড-আনলোড করা হচ্ছে। ৫ নম্বর ঘাটটি বন্ধ থাকায় ফেরি পারের জন্য আসা বিভিন্ন যানবাহনকে অপেক্ষায় থাকতে হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পাটুরিয়ায় প্রায় চার শতাধিক পণ্যবাহী ট্রাক ও অর্ধশত প্রাইভেটকার-মাইক্রোবাস ফেরি পারের অপেক্ষায় ছিল। অপেক্ষমাণ যানবাহন পারাপারে বহরের ছোট-বড় ২০টি ফেরির মধ্যে ১৭টি চলাচল করছে। এ ছাড়া ভাষা শহীদ বরকত ও শাহ আলী নামে দুটি রো-রো ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে আছে। অচল ফেরি দুটি মেরামতের জন্য সংস্থার নিজস্ব ডকইয়ার্ড নারায়ণগঞ্জে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত