Ajker Patrika

রাজধানীর যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭: ০৫
রাজধানীর যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে নিচে পড়ে সোহেল মোল্লা (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মৃত সোহেলের সহকর্মী মো. রাসেল জানান, তাঁরা শহীদ ফারুক রোডে একটি নির্মাণাধীন চারতলা ভবনে রাজমিস্ত্রির কাজ করেন। ভবনটির চারতলার পাশে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন সোহেল। কাজ শেষ হওয়ায় তিনি মাচানের বাঁশ-খুটি সব খুলছিলেন। তখন পাশের বিদ্যুতের তারের সঙ্গে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর মৃত্যু হয়। 

সোহেলের ভাই মো. চান মিয়া জানান, তাঁদের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার জলতা গ্রামে। তাঁর বাবার নাম আব্দুল কাদের মোল্লা। শহীদ ফারুক রোডে একটি মেসে থাকতেন তিনি। দুই মেয়েসহ তাঁর পরিবার সবাই গ্রামে থাকে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত