নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ না করে একাদশ জাতীয় সংসদে শরীয়তপুর থেকে সংরক্ষিত নারী আসনের এমপি হয়ে সরকারি সুযোগ-সুবিধা নেওয়ায় পারভীন হক সিকদারের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দুদকে করা এই সংক্রান্ত অভিযোগ আগামী দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে।
এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।
এ ছাড়া তথ্য গোপন করে রাষ্ট্রের সঙ্গে প্রতারণাকে কেন ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করে সরকারি সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগে ওই এলাকার ভোটার আসিফ সরকার দুদকে আবেদন করেন। এতে ফল না পেয়ে তিনি গত ১৫ ফেব্রুয়ারি রিট করেন।
রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী সাজ্জাদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
আইনজীবী সাঈদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, পারভীন হক সিকদার যুক্তরাষ্ট্রের নাগরিকের তথ্য গোপন করে সংসদ সদস্য পদে থাকেন। অযোগ্য হওয়া সত্ত্বেও রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করে সম্মানি, শুল্কমুক্ত গাড়িসহ নানা সুযোগ–সুবিধা ভোগ করেন। এটি ফৌজদারি অপরাধ। এ বিষয়ে রিট আবেদনকারী বিভিন্ন মন্ত্রণালয়, নির্বাচন কমিশন ও দুদকে আবেন করেন। সেখানে সাড়া না পেয়ে রিট করা হয়।
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ না করে একাদশ জাতীয় সংসদে শরীয়তপুর থেকে সংরক্ষিত নারী আসনের এমপি হয়ে সরকারি সুযোগ-সুবিধা নেওয়ায় পারভীন হক সিকদারের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দুদকে করা এই সংক্রান্ত অভিযোগ আগামী দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে।
এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।
এ ছাড়া তথ্য গোপন করে রাষ্ট্রের সঙ্গে প্রতারণাকে কেন ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করে সরকারি সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগে ওই এলাকার ভোটার আসিফ সরকার দুদকে আবেদন করেন। এতে ফল না পেয়ে তিনি গত ১৫ ফেব্রুয়ারি রিট করেন।
রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী সাজ্জাদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
আইনজীবী সাঈদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, পারভীন হক সিকদার যুক্তরাষ্ট্রের নাগরিকের তথ্য গোপন করে সংসদ সদস্য পদে থাকেন। অযোগ্য হওয়া সত্ত্বেও রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করে সম্মানি, শুল্কমুক্ত গাড়িসহ নানা সুযোগ–সুবিধা ভোগ করেন। এটি ফৌজদারি অপরাধ। এ বিষয়ে রিট আবেদনকারী বিভিন্ন মন্ত্রণালয়, নির্বাচন কমিশন ও দুদকে আবেন করেন। সেখানে সাড়া না পেয়ে রিট করা হয়।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস এম শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহবাগ থানা-পুলিশ।
২৫ মিনিট আগেসাড়ে তিন বছর আগে নোয়াখালীর সোনাইমুড়ী বারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমদ। কিন্তু তিনি এই ফলাফল না মেনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। অবশেষে আদালত তাঁকে ৪৬৬ ভোটে বিজয়ী ঘোষণা করেন।
৩০ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে আন্তনগর ট্রেন চালুর দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের মানুষ। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংগঠনের ব্যানারে আজ বুধবার সকাল ১০টায় শহরের রেলস্টেশনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মল্লিকা কমিউটার এক্সপ্রেস ট্রেন ৪০ মিনিট আটকে রাখা হয়।
৩৩ মিনিট আগেনড়াইল শহরে অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আজ বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত নড়াইল-যশোর সড়কের রূপগঞ্জ হকার্স মার্কেটে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
৩৬ মিনিট আগে